সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের টেস্ট গড়াচ্ছে পঞ্চম দিনে। শেষ দিনের লড়াইয়ে জিততে লঙ্কানদের করতে হবে ১৪৩ রান। আর প্রোটিয়াদের তুলে নিতে হবে ৫ উইকেট।
গকেবেরহা টেস্টে টসে জিতে আগে ব্যাটে নেমে প্রথম ইনিংসে ৩৫৮ রানে থেমেছে সাউথ আফ্রিকা। জবাবে নেমে লঙ্কানদের ইনিংস থামে ৩২৮ রানে। ৩০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে ৩১৭ রানে থামে প্রোটিয়ারা। সবমিলিয়ে ৩৪৮ রানের লক্ষ্যে নেমে চতুর্থ দিন শেষে ৫ উইকেটে ২০৫ রান তুলেছে শ্রীলঙ্কা। শেষ দিনে ধনাঞ্জয়া ডি সিলভা ৩৯ এবং কুশল মেন্ডিস ৩৯ রানে ব্যাটে নামবেন।
লক্ষ্য তাড়ায় নেমে লঙ্কানদের ব্যাটারদের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। এখন পর্যন্ত সিলভা ও মেন্ডিসের ব্যাট থেকেই এসেছে সর্বোচ্চ ৩৯ রান। এছাড়া কামিন্দু মেন্ডিস ৩৫ এবং অ্যাঞ্জেলো ম্যাথুজের ব্যাট থেকে আসে ৩২ রান। দিনেশ চান্দিমাল করেন ২৯ রান।
দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে এখন পর্যন্ত দুটি করে উইকেট নিয়েছেন কেশভ মহারাজ ও ড্যান প্যাটেরসন।
এর প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৬৬ রান আসে টেম্বা বাভুমার ব্যাট থেকে। ৫৫ রান করেন এইডেন মার্করাম। ত্রিস্তান স্টাব্স ৪৭ এবং ডেভিড বেডিংহাম ৩৫ রান করেন।
লঙ্কানদের হয়ে প্রবাথ জয়সুরিয়া ৫টি এবং বিশ্ব ফের্নান্দো দুটি উইকেট নেন।
প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার সাড়ে তিনশোর বেশির রান সংগ্রহের পথে সেঞ্চুরি করেছেন দুজন। রায়ান রিকেলটন ১০১ এবং কাইল ভেরেইন্নে অপরাজিত ১০৫ রান করেন। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৭৮ রান। বাকিদের কেউ আলো ছড়াতে পারেননি।
লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা ৪ উইকেট নেন। আসিথা ফের্নান্দো ৩টি এবং বিশ্ব ফের্নান্দো ২টি উইকেট নেন।
জবাবে নেমে লঙ্কানদের ৩২৮ রানের ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান আসে পাথুম নিশাঙ্কার ব্যাট থেকে। কামিন্দু মেন্ডিস করে ৪৮ রান এবং দিনেশ চান্দিমাল ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ৪৪ রান করে করেন।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের হয়ে ড্যান প্যাটেরসন ৫ উইকেট নেন। মার্কো জানসেন ও কেশভ মহারাজ নেন দুটি করে উইকেট।









