গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৫ এ মধ্যপ্রাচ্যের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালাদো। রোববার রাতে দুবাইতে হওয়া অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার জেতেন ৪০ বর্ষী মহাতারকা। এ পুরস্কার জেতার পর নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পর্তুগীজ মহাতারকা।
সৌদি আরবে আসার পর রোনালদো মধ্যপ্রাচ্যের ফুটবল প্রতিচ্ছবিতে পরিণত হয়েছেন। তার পারফরম্যান্স এবং মাঠের বাইরের কার্যক্রম সৌদি প্রো লিগের ইমেজকে তুলে ধরতে সাহায্য করেছে। এই পুরষ্কার কেবল তার মাঠের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয় না, বরং এই অঞ্চলে ফুটবলের প্রতি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণে তার প্রভাবকেও স্বীকৃতি দেয়।
রোনালদো গোলের রেকর্ড নিয়ে অপরিবর্তিত লক্ষ্য নিয়ে বলেন, ‘আমার লক্ষ্য এখনও গোল করে যাওয়া। আরও শিরোপা জিততে চাই এবং ব্যক্তিগত নতুন লক্ষ্য অর্জনে নিজেকে আরও সামনে নিয়ে যেতে চাই।’
দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রোনালদো আরও বলেন, ‘যদি চোটমুক্ত থাকি, আমি অবশ্যই ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাব।’
রোনালদো ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৯৫৬ গোলের দেখা পেয়েছেন। সবশেষ সৌদি প্রো লিগের ম্যাচে ২ গোল করেছেন যেখানে এক হাজার গোল থেকে মাত্র ৪৪ গোল দূরে তিনি।









