হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’। ২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০৩.২ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছিল। এই ছবির সিকুয়েল ‘গ্ল্যাডিয়েটর টু’ আসছে নভেম্বরে। প্রকাশ পেয়েছে ছবির প্রথম অফিশিয়াল পোস্টার।
নতুন শিল্পী ও নতুন গল্প নিয়ে আসছে ‘গ্ল্যাডিয়েটর টু’। ছবির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ পেয়েছে মঙ্গলবার। পোস্টারে দেখা গেছে পল মেসকালকে। ‘গ্ল্যাডিয়েটর টু’-এর মূল চরিত্রে দেখা যাবে তাকে।
পোস্টার প্রকাশের সাথে জানানো হয়েছে প্রতীক্ষিত ট্রেলার মুক্তির তারিখও। আগামীকাল মুক্তি পাবে ‘গ্ল্যাডিয়েটর টু’-এর ট্রেলার। তবে ঠিক কখন ট্রেলারটি মুক্তি পাবে তা জানানো হয়নি।
পরিচালনায় এবারও থাকছেন রিডলি স্কট। প্রথম পর্বে ‘ম্যাক্সিমাস’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন রাসেল ক্রো। কিন্তু সিনেমার শেষে চরিত্রটির মৃত্যু হওয়ায় দ্বিতীয় পর্বে অভিনয় করবেন না রাসেল ক্রো। ‘গ্ল্যাডিয়েটর টু’-এ এবার প্রধান চরিত্র রাণী ‘লুসিয়া’র ছেলে ‘লুসিয়াস’, এই ভূমিকায় অভিনয় করবেন পল মেসকাল। ‘মারকাস অ্যাকাসিয়াস’ চরিত্রে থাকছেন পেদ্রো প্যাসক্যাল। ডেনজেল ওয়াশিংটনের দেখা মিলবে ‘ম্যাক্রিনাস’ চরিত্রে। ‘লুসিয়া’র চরিত্রে এবারও দেখা যাবে কনি নেলসনকে।
২৫ নভেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাবে ‘গ্ল্যাডিয়েটর টু’। পুরো বিশ্বে মুক্তি পাবে ২২ নভেম্বর।
সূত্র: এনডিটিভি









