হলিউডের সবচেয়ে জনপ্রিয় সিনেমাগুলোর একটি ‘গ্ল্যাডিয়েটর’। ২০০০ সালে মুক্তি পাওয়া এই ছবি বিশ্বব্যাপী বক্স অফিসে ৫০৩.২ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার আয় করেছিল। এই ছবির সিকুয়েল আসছে। পরিচালনায় এবারও থাকছেন রিডলি স্কট। ছবির জন্য বড় বাজেট বরাদ্দ করা হয়েছে। তবে সেখান থেকে বেঁচে যাবে অনেক অর্থ, এমন সুখবরই সম্প্রতি মিলেছে!
‘গ্ল্যাডিয়েটর টু’ ১৬০ মিলিয়ন ডলার রিফান্ড পেতে চলেছে। টাইমস অফ মাল্টার সূত্রে জানা গেছে, মাল্টা ফিল্ম কমিশন মাল্টায় শুটিং করলে প্রযোজনা সংস্থাগুলিকে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত অর্থ ফেরত দেয়।
ইউরোপে সিনেমা নির্মাণে উৎসাহিত করার জন্য সরকারের তরফ থেকে এই প্রণোদনা দেয়া হয়। ‘গ্ল্যাডিয়েটর টু’ ফেরত পাবে মার্কিন মুদ্রায় ১৬০ মিলিয়ন ডলার। এর আগে কোনো সিনেমাকে এত ট্যাক্স এইড দেয়া হয়নি কখনো।
হলিউডে শিল্পী ও চিত্রনাট্যকারদের আন্দোলন চলায় ‘গ্ল্যাডিয়েটর টু’-এর মুক্তি পিছিয়ে যেতে পারে। এতে বড় ক্ষতির মুখ পড়বেন প্রযোজকরা। এই কঠিন সময়ে এত বিপুল পরিমাণে অর্থ পাওয়ার খবর পাওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন তারা।
‘গ্ল্যাডিয়েটর’-এ ‘ম্যাক্সিমাস’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন রাসেল ক্রো। কিন্তু সিনেমার শেষে চরিত্রটির মৃত্যু হওয়ায় দ্বিতীয় পর্বে অভিনয় করবেন না রাসেল ক্রো।
‘গ্ল্যাডিয়েটর টু’-এ এবার প্রধান চরিত্র রাণী ‘লুসিয়া’র ছেলে ‘লুসিয়াস’, এই ভূমিকায় অভিনয় করবেন আইরিশ অভিনেতা পল মেশাল। জানা গেছে রাসেল ক্রো না থাকলেও রাণী ‘লুসিলা’র চরিত্রে এবারও দেখা যাবে কনি নেলসনকে।
‘গ্ল্যাডিয়েটর’ অস্কারে ১২টি মনোনয়ন পেয়ে রেকর্ড সেরা ছবিসহ পাঁচটি অস্কার জিতেছিল।
সূত: স্ক্রিন র্যান্ট







