এজবাস্টন টেস্টে ভারতের বড় জয়ের পথে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শুভমন গিল। একাধিক রেকর্ড গড়ে ম্যাচসেরা হয়েছেন ভারত অধিনায়ক। তবে বিতর্কে যুক্ত হয়েছে তার নাম। মূলত ভারতের দ্বিতীয় ইনিংস ঘোষণার সময় নাইকি’র ভেস্ট পরেছিলেন গিল। তাতে আইনি ঝামেলায় পড়তে পারেন ২৫ বর্ষী তারকা।
বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল কিট পৃষ্ঠপোষকতা করছে অ্যাডিডাস। নাইকি ও অ্যাডিডাস দুটি কোম্পানি একে অপরের প্রতিযোগী। আর সে কারণেই গিলের এই কাজটিকে চুক্তির শর্তভঙ্গ এবং প্রতিযোগী প্রতিষ্ঠানের প্রচারণা হিসেবে দাবি করা হচ্ছে।
২০২৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে অ্যাডিডাসের পাঁচ বছরের কিট পৃষ্ঠপোষকতা নিয়ে ৫ বছরের চুক্তি রয়েছে, ২০২৮ সালের মার্চ পর্যন্ত যার মেয়াদ। চুক্তি অনুযায়ী ভারতের পুরুষ, নারী, এবং বয়সভিত্তিক দলের জন্য অফিসিয়াল জার্সি, কিট এবং ভ্রমণের পোশাক প্রস্তুত ও সরবরাহ করবে অ্যাডিডাস। এর বাইরে অন্য কোনো প্রতিষ্ঠানের পোশাক বা কিট পরা চুক্তির পরিপন্থী।
তাতেই বিপাকে গিল। তার এমন কাজে সমালোচিত হচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। পাশাপাশি আইনি জটিলতার মুখোমুখি হওয়ার বিষয়টিও সামনে এসেছে। যদিও এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেয়নি বিসিসিআই।
হেডিংলি টেস্টেও পোশাক সংক্রান্ত বির্তকে এসেছিল গিলের নাম। প্রথম দিন আইসিসির নিয়মভঙ্গ করে ব্যাটিংয়ের সময় কালো রঙের মোজা পরেছিলেন গিল। যা টেস্টে আইসিসির ‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট রুলস’- এর পরিপন্থী। যেখানে থাকা ১৯.৪৫ অনুচ্ছেদে বলা হয়েছে, টেস্ট ক্রিকেটে খেলোয়াড়েরা শুধু ‘সাদা, ক্রিম ও হালকা ধূসর’ রঙের মোজা পরতে পারবেন। ওয়ানডে ও টি-টুয়েন্টিতেও একই রঙের মোজা পরার বিধান রাখা হয়েছে এই অনুচ্ছেদে। তবে ট্রাউজারের মূল রঙের সঙ্গে মিলিয়েও মোজা পরা যাবে সংক্ষিপ্ত দুটি সংস্করণে। ২০২৩ সালের মে মাস থেকে কার্যকর করা হয় আইসিসির এ নিয়ম।
ইংল্যান্ডের বিপক্ষে হেডিংলিতে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজের প্রথম টেস্টে হারের পর এজবাস্টনে ৩৩৬ রানে বড় জয় পেয়েছে ভারত। সিরিজে সমতা ফেরাতে গিল গড়েছেন একাধিক রেকর্ড। প্রথম ইনিংসে ২৬৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৬২ বলে ১৬১ রান করেন। দু-ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেন ভারত অধিনায়ক। ভারতের হয়ে এক টেস্টে চারশ রান করা প্রথম ক্রিকেটার তিনি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কারের ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি মিলে ৩৪৪ রান ছিল আগের রেকর্ড। এক টেস্টে এর চেয়ে বেশি রান আছে শুধু একজনেরই। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে দুই ইনিংসে ৪৫৬ রান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক গ্রাহাম গুচ (৩৩৩ ও ১২৩)।
১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নবম ক্রিকেটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়লেন গিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার আগে এই কীর্তি গড়েছিলেন কেবল সুনীল গাভাস্কার। ১৯৭১ সালের এপ্রিলে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ ও ২২০ রানের ইনিংস খেলেন তিনি।
ইংল্যান্ডের মাটিতে টেস্টে গিলের আগে এই কীর্তি গড়তে পারেন কেবল গ্রাহাম গুচ। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ ও ১২৩ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। অধিনায়ক হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি গিলের আগে করেছেন কেবল গুচ। তবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা একমাত্র ক্রিকেটার গিল।









