ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দারুণ করে চলেছেন শুভমন গিল। ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে শুরুটা রাঙাচ্ছেন ব্যাট হাতে। হেডিংলি টেস্টে এক ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। এজবাস্টন টেস্টে তো অনন্য কীর্তি গড়লেন ২৫ বর্ষী ব্যাটার। একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি করে একাধিক রেকর্ডে নাম লেখালেন গিল। তার আলো ছড়ানোর দিনে পাহাড়সম সংগ্রহ তাড়ায় নেমে চাপে পড়েছে ইংল্যান্ড।
এজবাস্টন টেস্টে প্রথম ইনিংসে ২৬৯ রানের পর চতুর্থ দিন ১৬২ বলে ১৬১ রান করেছেন গিল। দু-ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেছেন ভারত অধিনায়ক। ভারতের হয়ে এক টেস্টে চারশ রান করা প্রথম ক্রিকেটার গিল। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গাভাস্কারের ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি মিলে ৩৪৪ রান ছিল আগের রেকর্ড। এক টেস্টে এর চেয়ে বেশি রান আছে শুধু একজনেরই। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে দুই ইনিংসে ৪৫৬ রান করেছিলেন ইংল্যান্ড অধিনায়ক গ্রাহাম গুচ (৩৩৩ ও ১২৩)।
১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নবম ক্রিকেটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরির কীর্তি গড়লেন গিল। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তার আগে এই কীর্তি গড়েছিলেন কেবল সুনীল গাভাস্কার। ১৯৭১ সালের এপ্রিলে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২৪ ও ২২০ রানের ইনিংস খেলেন তিনি। ইংল্যান্ডের মাটিতে টেস্টে গিলের আগে এই কীর্তি গড়তে পারেন কেবল গ্রাহাম গুচ। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে লর্ডস টেস্টে ৩৩৩ ও ১২৩ রান করেন ইংল্যান্ড অধিনায়ক। অধিনায়ক হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি গিলের আগে করেছেন কেবল গুচ। তবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও দেড়শ ছোঁয়া ইনিংস খেলা একমাত্র ক্রিকেটার গিল।
গিলের ব্যাটিং কীর্তির দিনে ৬ উইকেটে ৪২৭ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ভারত। তাতে ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৬০৮ রান। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে চতুর্থ দিনের খেলা শেষের আগে ৩ উইকেটে ৭২ রান তুলেছে ইংল্যান্ড। জিততে শেষ দিনের তিন সেশনে আরও ৫৩৬ রান করতে হবে ইংলিশদের। আর ভারতের দরকার ৭ উইকেট।









