তাপ প্রবাহের সতর্কবার্তা বা ‘হিট অ্যালার্ট’ জারি করেছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর। তীব্র তাপে নাকাল দেশের মানুষ। যার প্রভাব পড়েছে এবারের ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর উপর! বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনে তাপ প্রবাহের প্রভাব পড়েছে মারাত্মক।
গেল বছরের দুই ঈদে যেখানে টানা দুই মাসব্যাপী সিনেমা হলগুলোতে হুমড়ি খেয়ে পড়েছে দর্শক, তাপ প্রবাহের কারণে এবার সেরকমটা দেখা যায়নি। ঈদের দুই সপ্তাহের মধ্যেই সিঙ্গেল স্ক্রিনে দর্শক সমাগমে ভাটা দেখা গেছে। আর এ কারণে সিঙ্গেল স্ক্রিনে আপাতত ‘কাজলরেখা’ মুক্তি দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) স্টার সিনেপ্লেক্স এর বসুন্ধরা শাখায় ছিলো ‘কাজলরেখা’র বিশেষ প্রদর্শনী। যেখানে সিনেমাটি দেখতে উপস্থিত হন দেশের শোবিজ অঙ্গনের গুণী মানুষেরা। ছিলেন গণমাধ্যমকর্মীরাও। ছবি প্রদর্শনী শেষে সংবাদকর্মীদের সাথে কথা বলেন সেলিম। এসময় তিনি সিঙ্গেল স্ক্রিনে আপাতত মুক্তি না দেয়ার কারণ জানান।
নির্মাতা বলেন, তীব্র তাপ প্রবাহের কারণে জনজীবন প্রায় বিপর্যস্ত। খুব প্রয়োজন না হলে মানুষ বাইরে বের হচ্ছেন না। এরইমধ্যে তাপ প্রবাহের সতর্কবার্তাও জারি হয়েছে। স্বভাবতই এরকম পরিস্থিতিতে দর্শক শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ ছাড়া সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখতে কম আসছেন। এসব বিবেচনা করে আমরা এই মুহূর্তে সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি মুক্তি দিতে চাইছি না। তবে মাল্টিপ্লেক্সগুলোতে যেভাবে ‘কাজলরেখা’ ২ সপ্তাহ অতিক্রম করলো, তাতে আমরা খুশী। আগামিতেও মাল্টিপ্লেক্সে ‘কাজলরেখা’ চলবে।
মৈমনসংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’, অথচ ময়মনসিংহ অঞ্চলে ছবিটি মুক্তি পেল না। এ বিষয়ে জানতে চাইলে গিয়াস উদ্দিন সেলিম বলেন, আমরা খুব শিগগির ময়মনসিংহের মানুষকে সিনেমাটি দেখাতে চাই। আগামি ৩ তারিখে সেখানে মুক্তির কথা হচ্ছে। সেটা কনফার্ম হলে মুক্তির প্রথম দিনেই পুরো টিম নিয়ে আমরা সেখানে যেতে চাই। সেখানের সুধীজনদের সাথে এ বিষয়ে কথা বলতে চাই।
বিশেষ প্রদর্শনী শেষে সংবাদকর্মীদের সাথে ‘কাজলরেখা’ দেখার অভিজ্ঞতাও ভাগ করে নিচ্ছিলেন আগত অতিথিরা। বেশীর ভাগ দর্শকই সিনেমাটি পছন্দে করেছেন বলে মন্তব্য করেছেন। কেউ কেউ বলছেন, ‘কাজলরেখা’ এখন পর্যন্ত গিয়াস উদ্দিন সেলিমের বানানো সেরা কাজ! রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, ইরেশ যাকেরের অভিনয় দর্শক মনে দাগ ফেলেছে। প্রশংসা করেছেন রাজকুমার চরিত্রে শরিফুল রাজ এবং বড় কাজলরেখা চরিত্রে নবাগতা মন্দিরা চক্রবর্তীর অভিনয়েরও।









