লা লিগায় শিরোপা ধরে রাখার গুরুত্বপূর্ণ সময় চলছে রিয়ার মাদ্রিদের জন্য। টেবিলের দুইয়ে থাকলেও এখনও আশা ছাড়েননি ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। গুরুত্বপূর্ণ সময়ে চোটে হারিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়কে। রিয়াল মাদ্রিদে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন ৬৫ বর্ষী কোচ।
আনচেলত্তি বলেছেন, ‘এ মৌসুমে আমাদের সমস্যা স্পষ্ট, আমরা দুজন মূল খেলোয়াড় হারিয়েছি যাদের বিকল্প সম্ভব না। আমরা ভিন্ন বৈশিষ্ট্যের খেলোয়াড়দের জন্য কৌশল বদলেছিলাম। তবে ভারসাম্য খুঁজে পাওয়া কঠিন ছিল। আশা করি আমরা এখন সেটি খুঁজে পাব। যদি না পাই, তাহলে আমাদের জন্য জেতা কঠিন হবে।’
কাইলিয়ান এমবাপে ও ফেরলান মেন্ডিকে নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘আগামীকালের জন্য তারা প্রস্তুত নয়। তবে তারা এদিন অনুশীলন করবে এবং আমার মনে হয় তারা দুজনেই শনিবারের খেলার জন্য ফিট হতে থাকবে।’ শনিবার কোপা ডেল রের ফাইনালে বার্সার বিপক্ষ নামবে রিয়াল।
রিয়াল ডাবল জিতলেও তিনি চলে যাবেন কিনা সেটি নিয়ে আনচেলত্তি বলেছেন, ‘ফুটবলে সবই সম্ভব। যেকোনো কিছুই হতে পারে। আমি রিয়ালকে ভালোবাসি এবং যতদিন সম্ভব এখানে থাকতে চাই। যখন সময় আসবে সম্মান ও আত্মমর্যাদা নিয়ে চলে যাব।’
এন্ড্রিক ও গার্সিয়া নিয়ে বলেছেন, ‘এন্ড্রিক ভালো উন্নতি করছে। তার ভূমিকা আরও বড় হতে চলেছে, বিশেষ করে যেসব ম্যাচে আমাদের তার শক্তি এবং কারিগরি দক্ষতার প্রয়োজন হয়।’









