চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইউক্রেনে যুদ্ধবিমান পাঠাবে না জার্মানি

KSRM

জার্মান চ্যান্সেলর ওলাফস্কোলজ জানিয়েছেন, তিনি ইউক্রেনে যুদ্ধ বিমান পাঠাবেন না। ১৪টি লেওপার্ড টু ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ার কয়েক দিন পরেই ইউক্রেনে যুদ্ধ বিমান না পাঠানোর কথা জানালেন তিনি।

জামার্নির এ ঘোষণার পর যুক্তরাষ্ট্র বলেছে, ফাইটার জেট নিয়ে ইউক্রেনের সাথে আরো ফলপ্রসু আলোচনা করবে তারা। তবে ইউক্রেন মিত্র দেশগুলোকে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য একটি “ফাইটার জেট কোয়ালিশন” তৈরি করতে আহবান জানিয়েছে।

Bkash

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গত শনিবার তার দৈনিক ভাষণে আবারও পশ্চিমা দেশগুলিকে তার দেশে আরও উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে বলেছেন। এসময় তিনি বিশেষ ভাবে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমের কথা উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View