জার্মানির বৃহত্তম দুটি পরিবহন শ্রমিক ইউনিয়নের ধর্মঘটের কারণে স্থবির হয়ে পড়েছে জার্মানির পরিবহন ব্যবস্থা। বিমানবন্দর, নৌবন্দর, রেলওয়ে, বাস এবং পাতালরেলের কর্মীরা ২৪ ঘণ্টার ধর্মঘটের জন্য মধ্যরাতের পরপরই রাস্তায় নেমে আসে। শ্রমিক ইউনিয়নগুলি দাবি করছে, দেশে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মোকাবেলা করতে তাদের মজুরি বাড়াতে হবে।
দেশের অন্যান্য পাবলিক সার্ভিস সেক্টরগুলোও ইতিমধ্যে মজুরি বাড়ানোর দাবিতে ছোটখাটো ধর্মঘট করেছে। তবে ধারণা করা হচ্ছে সোমবার জার্মানিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট হবে।
জার্মানির জাতীয় রেল সেবা এবং আঞ্চলিক ট্রেনগুলিও ধর্মঘটের ফলে বন্ধ রয়েছে। সাতটি রাজ্যে বন্ধ রয়েছে ট্রাম, বাসসহ স্থানীয় পরিবহন পরিষেবাগুলিও।
বার্লিনে একজন বিক্ষোভকারী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পেট্রোল ও খাবারের দাম বেড়েছে। আমার মানিব্যাগের দিকে তাকালেই সেটা আমি খুব ভালো ভাবেই অনুভব করি।
মিউনিখ এবং ফ্রাঙ্কফুর্টে দেশের বৃহত্তম দুটি বিমানবন্দরসহ হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিবিসির বার্লিন সংবাদদাতা জেনি হিল বলেন, বেতন নিয়ে বিরোধ বিরাট আকার ধারন করা জার্মানিতে খুবই বিরল ঘটনা। কিন্তু এবার দেশটির বৃহত্তম দুটি শ্রমিক ইউনিয়ন ধর্মঘটে যোগ দিয়েছে।








