২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপ অঞ্চল থেকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেশ সতর্ক হয়েই মাঠে নেমেছিল জার্মানি। হারলেই খেলতে হতো প্লে-অফ। তবে শঙ্কা কাটিয়ে স্লোভাকিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। রাতের অন্য ম্যাচে লিথুয়ানিয়া হারিয়ে বিশ্বকাপের টিকিট কেটেছে নেদারল্যান্ডস।
লেইপজিগে সোমবার রাতে স্লোভাকিয়াকে ৬-০তে বিধ্বস্ত করে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। জার্মানির হয়ে জোড়া গোলের দেখা পেয়েছেন লেরয় সানে। বাকি ৪টি গোল করেন নিক ওয়াল্টম্যান, সার্জ গ্যানাব্রি, রিডলে বাকু ও আসান ওয়েদ্রাওগো। আরেক ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০তে গোলে হারিয়েছে ডাচরা। গোল চারটি করেন তিজানি রেইন্ডার্স, কোডি গাকপো, জাভি সিমন্স ও ডনিয়েল ম্যালেন।
পুরো ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রাখে জার্মানরা। গোলের জন্য নেয়া ২৩ শটের মধ্যে তাদের লক্ষ্যে ছিল ১৪টি। বিপরীতে স্লোভাকিয়ার ৪ শটের মধ্যে লক্ষ্যে ছিল কেবল দুটি।
শুরু থেকেই আক্রমণ চালায় জার্মানি। জালের দেখা পায় ১৮ মিনিটে। জসুয়া কিমিখের ক্রসে হেডারে গোল করেন ওয়াল্টম্যান। ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গ্যানাব্রি। ম্যাচের ৩৬ ও ৪১ মিনিটের দুই গোলই করেন সানে। তাতে ৪-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্লোভাকিয়া।
দ্বিতীয়ার্ধেও স্লোভাকিয়াকে কোণঠাসা করে রাখে স্বাগতিক দল। ৬৭ মিনিটে দলের পঞ্চম গোল করেন বাকু। ম্যাচ শেষ হওয়ার ১১ মিনিট আগে সফরকারীদের জালে আরও একবার বল পাঠায় জার্মানি। ওয়েদ্রাওগোর শটে ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে নাগেলসম্যানের দল।
আরেক ম্যচে আমস্টারডামে বড় জয় পায় নেদারল্যান্ডস। ১৬ মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। ফ্রেঙ্কি ডি জংয়ের পাসে গোল করেন রেইন্ডার্স। প্রথমার্ধে আর কোন গোল না হলে ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় ডাচরা।
দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে পেনাল্টি পায় নেদারল্যান্ডস। সেখানে থেকে ব্যবধান দ্বিগুণ করেন গাকপো। চার মিনিটের মাথায় স্কোরবোর্ডে আরও দুটি গোল যোগ করে ডাচবাহিনী, প্রথম গোলটি করেন সিমন্স এবং দ্বিতীয় গোলটি করেন ম্যালেন।
আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে বাছাই শেষ করল নেদারল্যান্ডস। একই সময়ে আরেক ম্যাচে মাল্টাকে ৩-২ গোলে হারিয়ে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হওয়া পোল্যান্ড খেলবে প্লে-অফে। অন্যদিকে জার্মানির বিপক্ষে হারে অপেক্ষা বাড়ল স্লোভাকিয়ার। তাদেরও খেলতে হবে প্লে-অফ। ২০ নভেম্বর ড্রয়ের পর জানা যাবে প্লে-অফে কে কার প্রতিপক্ষ।









