বেশ লম্বা সময় ধরে ছন্দে নেই জার্মানি। একের পর ম্যাচে হেরে চলেছে জুলিয়ান নাগেলসম্যানের দল। শেষ তিন ম্যাচে পূর্ণ পয়েন্ট পায়নি তার দল। এরমধ্যে শেষ দুম্যাচে তুরস্ক ও অস্ট্রিয়ার কাছে হেরে মাঠ ছেড়েছে তার শিষ্যবাহিনী। এমন টানা হারে বেশ দুর্ভোগেই পড়েছেন ৩৬ বর্ষী জার্মান কোচ।
আগের ম্যাচে তুরস্কের সঙ্গে ৩-২ গোলে হারা দলটি বুধবার রাতে অস্ট্রিয়ার কাছে হেরেছে ২-০ গোলে। ম্যাচে আবার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন জার্মান ফরোয়ার্ড লেরয় সানে। সবকিছু মিলিয়ে বেশ বাজে সময় যাচ্ছে বায়ার্ন মিউনিখের সাবেক কোচ নাগেলসম্যানের।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাগেলসম্যান বলেছেন, ‘আমরা স্বাধীনভাবে খেলছি না। প্রতিটি পজিশনে আমাদের অবিশ্বাস্য পরিমাণ কাজ করতে হবে। পরিস্থিতি মেনে নিলেও আমাদের এমন শিকারে পরিণত হওয়া চলবে না। আমাদের আত্মবিশ্বাসে ঘাটতি আছে। আমাদের গতকয়েক মাসের দিকে তাকালে সেটা অবশ্য একেবারে অস্বাভাবিক নয়।’
জার্মানির অধিনায়ক ইলকাই গুন্ডোয়ান বলেছেন, ‘হতাশা এবং হতাশা। দিন শেষে আমরা নিজেরাই অস্ট্রিয়ানদের জন্য সুযোগ তৈরি করে দিয়েছি। আমাদের আবারও বেশি মনযোগী হতে হবে।’







