স্কটল্যান্ডকে উড়িয়ে ইউরো শুরু করেছিল জার্মানি। গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রেখেছে আয়োজক দেশটি। হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউট পর্ব নিশ্চিত করেছে ইলকাই গুন্ডোয়ানের দল।
মার্সিডিজ বেঞ্জ অ্যারেনায় স্বাগতিকদের হয়ে গোল দুটি করেছেন জামাল মুসিয়ালা ও গুন্ডোয়ান।
ঘরের মাঠে শুরু থেকে আধিপত্য বজায় রাখে জার্মানি। ২২ মিনিটে লিড পায়। গুন্ডোয়ানের দুর্দান্ত পাসে বল জালে পাঠান মুসিয়ালা। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একটি গোলের দেখা পেতে পারত জার্মানি। অফসাইডের কারণে আর হয়নি।
দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে জার্মানি। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান গুন্ডোয়ান। ২-০ গোলে লিড ধরে রেখে মাঠে ছাড়ে নাগেলসম্যানের শিষ্যরা।









