ডর্টমুন্ডে ইউরোর শেষ ষোলোর লড়াইয়ে জার্মানি ও ডেনমার্ক চলাকালীন স্টেডিয়াম থেকে মুখোশধারী একজনকে গ্রেপ্তার করেছে জার্মান পুলিশ। সিগন্যাল ইদুনা পার্কে উদ্বেগজনক আচরণ করেছিলেন ওই ব্যক্তি।
শনিবার রাতের ম্যাচে ডেনমার্ককে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টারফাইনাল নিশ্চিত করেছে জার্মানি। ইদুনা পার্কে ম্যাচের প্রথমার্ধে বজ্র-বৃষ্টি হানা দিয়েছিল। প্রায় ২০ মিনিটের মত বন্ধ থাকে খেলা। সেসময় মুখোশধারী একজনকে স্টেডিয়ামের ছাউনির স্টান্ডে উঠতে দেখা যায়। পরে পুলিশ বন্দুকমুখে তাকে আটক করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডর্টমুন্ড পুলিশ জানিয়েছে, ‘পুলিশ ওই সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি।’ যদিও পুলিশ ওই ব্যক্তির পরিচয় বা ছাউনিতে উঠার কারণ জানায়নি।
উল্লেখ্য, ইউরোতে সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। সেকারণে ভেন্যুগুলোর নিরাপত্তা বাড়িয়েছে প্রশাসন।









