একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ার তার জীবদ্দশায় লেখা হাজারও গানের নেপথ্যের গল্প নিয়ে “অল্প কথার গল্প গান” নামে ধারাবাহিক বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছিলেন।
সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর শিল্পকলায় ভাষা চিত্র প্রকাশনীর বিখ্যাত সব গান সৃষ্টির নেপথ্যের গল্প ‘অল্প কথার গল্প গান ৪’ এবং তার সহধর্মিনী প্রযোজক ও উপস্থাপিকা জোহরা গাজী রচিত জার্নিম্যান বুকস প্রকাশনের “আগুনের সাথে বসবাস” এই দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়।
সেখানে জানানো হয়, ‘অল্প কথার গল্প গান’ ধারাবাহিক প্রকাশনা। এ বছর প্রকাশিত হলো বইটির চতুর্থ খণ্ড। পূর্বের তিন খণ্ডের মতো এতেও আছে কিংবদন্তী এই গীতিকারের রচিত বিভিন্ন গানের কথা। একই সঙ্গে আছে কালজয়ী ও আলোচিত বিভিন্ন গান রচনার প্রেক্ষাপট ও গান রচনার গল্প।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, শেখ সাদি খান, অভিনেতা এবং সংসদ সদস্য ফেরদৌস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লতিফা চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ারের ভাই ইমরুল আনোয়ার লিটন, গান বাংলার কর্ণধার তাপস, সত্য সাহার সহধর্মিনী রমলা সাহা, সংগীত শিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, শুভ্র দেব, মনির খান, আলম আরা মিনু, কোনাল, আঁখি আলমগীর, মুহিন, পুতুল, মোমিন বিশ্বাস, শফিক তুহিন, সংগীত পরিচালক ইমন সাহা, শওকত আলী ইমন, অভিনেতা শহীদুল আলম সাচ্চু প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন গাজী মাজহারুল আনোয়ার এর কন্যা জনপ্রিয় সংগীত শিল্পী দিঠি আনোয়ার এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।







