ইসরায়েল-হামাস যুদ্ধ ৩৮তম দিনে গড়িয়েছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এরমধ্যে ৪ হাজার ৫’শ জনই শিশু।
জানা যায়, চলমান আগ্রাসনে গাজার সবচেয়ে বড় দু’টি হাসপাতাল আল শিফা ও আল কুদস-এর সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী হাসপাতাল ঘিরে থাকার কারণে মরদেহ দাফন করা যাচ্ছে না। এমনকি হাসপাতালে নবজাতক শিশুদেরও জরুরি স্বাস্থ্যসেবা দেওয়া বন্ধ রয়েছে।
অবিলম্বে গাজায় ‘মানবিক যুদ্ধ বিরতির’ আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ।

অপরদিকে লেবানন থেকে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। এতে নিহত হয়েছে ইসরাইলের ৭ সেনা। পাল্টা জবাবে ইসরায়েল লেবাননে বিমান হামলা চালিয়েছে।








