আন্তর্জাতিক বিচার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, শিগগিরই গাজায় যুদ্ধ শেষ হবে।
আজ (৮ এপ্রিল) মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রীর বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।
বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট বলেন, শিগগিরই গাজায় যুদ্ধ শেষ হবে। আবারও যুদ্ধবিরতির কাজ চলছে বলে জানান তিনি।
দুই নেতার বৈঠকে বলা হয়, কয়েকটি দেশ গাজাবাসীকে নিতে রাজী আছে। তবে ট্রাম্প এবং নেতানিয়াহু কেউই ওই দেশগুলোর নাম উল্লেখ করেননি।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্র শিগগিরই ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করবে। শনিবার দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ঠিক যে সময়ে ট্রাম্প ও নেতানিয়াহু বৈঠক করছিলেন সে সময়েই গাজার উদ্বাস্তু শিবিরে হামলায় চালায় ইসরায়েলি বাহিনী। পশ্চিমতীরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কয়েকজন।








