২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিন-ইসরায়েলি সংঘাত শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৪৪ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
ইউএনবি জানিয়েছে, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সামরিক বাহিনী আরও ৭১ জনকে হত্যা ও ১৭৬ জনকে আহত করেছে। এর ফলে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ৫৬ জনে দাঁড়িয়েছে। এই সময় আহত হয়েছে ১ লাখ ৪ হাজার ২৬৮ জন।
এছাড়া, সর্বশেষ হামলার পর অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল তাদের কাছে পৌঁছাতে পারছে না বলে বিবৃতিতে বলা হয়েছে।
ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি এক্স পোস্টে বলেছেন, গাজা উপত্যকার ৮০ শতাংশই এখন উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা। ওইসব এলাকার মানুষেরা নিরাপত্তা ও অস্তিত্বহীনতার মধ্যে বসবাস করছেন। গাজার উত্তরাঞ্চলে মানুষ কঠোর অবরোধের মধ্যে রয়েছে। যুদ্ধের দুষ্টচক্রে পড়ে তারা জীবন বাঁচাতে ছুটাছুটির মধ্যে রয়েছেন। ৪০ দিনেরও বেশি সময় ধরে ওই অঞ্চলটি মানবিক সহায়তা থেকে বঞ্চিত রয়েছে।
অনিরাপদ রুটের কারণে গাজাজুড়ে সামান্য ত্রাণ সরবরাহ করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে জানিয়ে তিনি আরও বলেন, উপত্যকায় নাগরিক শৃঙ্খলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।









