দুই বছরের বেশি সময় ধরে চালানো ইসরাইলি হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা শহর। ক্ষতচিহ্ন সব জায়গায়। যুদ্ধের শুরু থেকেই ইসরাইল গাজাসহ ফিলিস্তিনের যেকোন অঞ্চলে স্বাধীনভাবে সাংবাদিকদের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে। যুদ্ধবিরতির মধ্যে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনে নিয়ন্ত্রিত অংশে বিবিসিসহ অন্যান্য সংবাদমাধ্যমের সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়। বিবিসির সাংবাদিক লুসি উইলিয়ামসন গাজা ও অন্যান্য শহরের ধ্বংসযজ্ঞ পরিদর্শন শেষে একটি রিপোর্ট প্রকাশ করেছেন।







