হাঁটুর চোটে ২৫ দিন মাঠের বাইরে বার্সেলোনার স্পেনিয়ার্ড তারকা গ্যাভি। তাকে দেখা যায়নি চলতি মৌসুমের প্রথম চার ম্যাচে। বার্সা নিশ্চিত করেছে,গ্যাভির ডান হাঁটুর অস্ত্রোপচার হবে মঙ্গলবার।
বার্সেলোনার মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে গ্যাভি আছেন তিন সপ্তাহের বেশি সময়। দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হওয়ায় তার চোট ভোগাচ্ছে বার্সেলোনাকে।
বার্সেলোনা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অস্ত্রোপচার শেষে গ্যাভিকে পর্যবেক্ষণ করবে বার্সেলোনার মেডিকেল টিমের ডাক্তার হোয়ান কার্লেস মনলাউ।
ক্লাবটি জানিয়েছে, গ্যাভির অবস্থার উন্নতি বিবেচনা করে পরবর্তী সংবাদ জানানো হবে।









