কেপটাউনে ভারত ও সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্টটি শেষ হয়েছে দুদিনে। সিরিজে দুই টেস্ট মিলিয়ে খেলা হয়েছে মোটে পাঁচদিন। প্রথমটি তিন দিনে শেষ হলেও দ্বিতীয়টি দুদিনে শেষ হওয়ায় প্রশ্ন উঠেছে পিচ নিয়ে। ম্যাচ শেষে ভারতের সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার বলেছেন, শুধু দ্রুত এবং বাউন্সি পিচ নয়, টেস্টে ব্যাটারদের আসল পরীক্ষা স্পিনিং পিচেও।
ম্যাচের পর গাভাস্কার বলেছেন, ‘এটা টেস্ট ক্রিকেট। আপনাকে এভাবেই পরীক্ষা দিতে হবে। সবসময় বলি যে, যদি এমন পিচে ব্যাট করতে না পারেন, যেখানে বল ব্যাটের দিকে ঘুরে যায়, তাহলে আপনাকে অনেককিছুর সম্মুখীন হতে হবে। সমস্যায় পড়তে হয়।’
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে প্রোটিয়াদের কাছে ইনিংস ও ৩২ রানে হেরেছিল রোহিত শর্মার দল। পিছিয়ে পড়েও বৃহস্পতিবার কেপটাউনে দ্বিতীয় টেস্টে ৭ উইকেটের জয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। শেষপর্যন্ত ১-১ সমতায় শেষ হয় সিরিজ।
সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার (সেনা দেশ) উইকেট সাধারণত দ্রুত এবং বাউন্সি হয়ে থাকে। যেখানে ভালো করা কঠিন। গাভাস্কারের মতে স্পিনিং পিচেও ভালো করতে হবে ব্যাটারদের।
নিউল্যান্ডস স্টেডিয়ামের পিচ প্রশ্নবিদ্ধ হলেও ব্যাটারদের কৌশল নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। গাভাস্কার বলেছেন, ‘সেনা দেশের মিডিয়া এই বিষয়টির তীব্র সমালোচনা করছে এবং বলছে যে, আপনি যদি উচ্চ-স্পিনিং পিচে ব্যাট করতে না পারেন তবে আপনি ব্যাটসম্যান নন। তবে আমি কেবল বিশ্বাস করি যে, আপনি যদি সক্ষম না হন তাহলে সেটা পারবেন না।’
‘আমি দুঃখিত, আপনি যদি টার্নিং পিচে ব্যাট করতে না পারেন, তবে আপনি ব্যাটসম্যানই নন। বাউন্সি পিচে বল দুইভাবে ঘোরে। সেখানে টার্নিং পিচে আপনাকে সামনের দিকে গিয়েও ব্যাট করতে হবে। স্পিনারের বিপক্ষে আপনার সবধরনের শট খেলতে হবে।’







