দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে আনন্দের জোয়ারে ভাসছে ভারত। শিরোপামঞ্চে যেসময় ট্রফি ও মেডেল নিতে ব্যস্ত ভারতীয়রা, খানিক দূরে শিশুসুলভ নাচে মত্ত দেখা গেছে চ্যাম্পিয়নদের কিংবদন্তি সাবেক সুনীল গাভাস্কারকে।
৭৫ বর্ষী গাভাস্কার নাচ থামাচ্ছিলেনই না। এসময় স্টার স্পোর্টসের এক ধারাভাষ্যকারকে বলতে শোনা যায়, ‘কে তাকে আজকে থামাতে চলেছে?’
উত্তরে ভারতের সাবেক স্পিনার হরভজন সিং বলেন, ‘তাকে থামানো ঠিক হবে না আজকে, কারণ এটা অসাধারণ একটি মুহুর্ত। তাকে দেখে মজাই লাগছে। তিনি একজন কিংবদন্তি এবং সম্মানিত খেলোয়াড়। তাকে দেখেই আমরা ক্রিকেট খেলা শুরু করেছিলাম। আমরা ভাগ্যবান যে ওই শিরোপাগুলো আমাদের হাতে এসেছে। আজকে তিনি সেই মুহুর্তে ফিরে গেছেন।’
এদিকে গাভাস্কার পাকিস্তানকে নিয়ে একটি মন্তব্য করেছিলেন যেখানে বলেছিলেন, ভারতের রিজার্ভে থাকা দল পাকিস্তানকে চ্যালেঞ্জ জানাতে পারবে। তার এমন কথায় চটেছেন পাকিস্তানের কিংবদন্তি সাবেক ইনজামাম উল হক।
প্রতিক্রিয়ায় ইনজামাম বলেছেন- ‘গাভাস্কার সাহেবের পরিসংখ্যানের দিকে চোখ বুলানো উচিত। তিনি একজন সম্মানিত খেলোয়াড়, কিন্তু অন্য দলকে নিয়ে এমন মন্তব্য ঠিক নয়। আপনার দলকে প্রশাংসা করার সকল অধিকার আপনার আছে, তবে আপনার মুখ সামলান।’









