সিডনি ক্রিকেট গ্রাউন্ডে পুরস্কার বিতরণী মঞ্চে ডাকা হয়েছিল শুধু অ্যালান বোর্ডারকে। সিরিজজয়ী অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দেন বোর্ডার। সিডনিতে সুনীল গাভাস্কারও উপস্থিত ছিলেন। তাকে দিয়ে ট্রফি দেয়া দূরে থাক, পুরস্কার বিতরণীতে ডাকাই হয়নি! অথচ সিরিজটির নাম বোর্ডার-গাভাস্কার ট্রফি। যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন গাভাস্কার।
সুনীল গাভাস্কারের বিস্ময়ের জবাব দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটি ভুল স্বীকার করে বিবৃতিতে বলেছে, ‘আমরা স্বীকার করছি যে, অ্যালান বোর্ডার এবং সুনীল গাভাস্কার দুজনকেই যদি মঞ্চে যেতে বলা হতো, তাহলে এটা ভালো হতো।’
এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, গাভাস্কার জানেন যদি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারত ম্যাচে জিততে পারত তাহলে শিরোপা ধরে রাখায় ভারতকে শিরোপা তিনি তুলে দিতেন।
পুরস্কার বিরতণী মঞ্চে বোর্ডারকে একা দেখে গাভাস্কার বলেছিলেন, ‘পরিস্থিতি কী হতে চলেছে, তা আমাকে সিডনি টেস্ট শুরুর আগে জানানো হয়েছে। আমাকে বলা হয়েছে, ভারত যদি সিরিজ জিততে অথবা ড্র করতে না পারে, তাহলে আমাকে তাদের দরকার নেই। এ নিয়ে আমার দুঃখ নেই। তবে অবাকই হয়েছি। এটা বোর্ডার-গাভাস্কার ট্রফি, দুজনেরই সেখানে থাকা উচিত ছিল।’









