ম্যানচেস্টার ইউনাইটেডের সময় ভালো না গেলেও সময়টা ভালো যাচ্ছে আর্জেন্টাইন উইঙ্গার আলেজান্দ্রো গার্নাচোর। দারুণ খেলতে থাকা উইঙ্গারের প্রতি আগ্রহ দেখিয়েছে ইতালিয়ান ক্লাব নাপোলি। ২০ বর্ষী তারকার এজেন্টের সাথে কথাও বলেছেন নাপোলির পরিচালক জিওভান্নি মান্না।
স্কাই স্পোর্টস ইতালিয়া বলছে, বার্সেলোনায় গার্নাচোর এজেন্টের সাথে সরাসরি কথা বলেছেন জিওভান্নি। জার্মান ফরোয়ার্ড টিমো ওয়ের্নারের বিষয়েও কথা হয়েছে। মূলত তাদের মাধ্যমে জর্জিয়ান উইঙ্গার কাভিচা ভারাসকেলিয়ার জায়গা পূরণ করতে চায় ক্লাবটি।
এজেন্টের বরাতে খবর, গার্নাচোর জন্য রেড ডেভিলরা দাম চেয়েছে ৭০ মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার কোটি টাকার বেশি। তাদের মতে ইউনাইটেড প্রস্তাব প্রত্যাখান করলেও নাপোলিতে যাওয়ার জন্য প্রস্তুত গার্নাচো।
গার্নাচো ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন। চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ পর্যন্ত।









