আলেজান্দ্রো গার্নাচো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে যাওয়ার পর শনিবার প্রথম ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসবেন। চেলসির হয়ে রেড ডেভিলসদের বিপক্ষে খেলবেন। তাকে নিয়ে যেন কোন রকম আক্রমণাত্মক স্লোগান না দেয় সে বিষয়ে দর্শকদের সতর্ক করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ।
২১ বর্ষী গার্নাচো যখন গ্রীষ্মকালীন দলবদলে স্ট্যামফোর্ড ব্রিজে যান তখন থেকে, ইউনাইটেড দর্শকদের থেকে বিরূপ আচরনের শিকার হন তিনি। ধারণা করা হচ্ছে, তাকে আক্রমণাত্মক অভ্যর্থনার মুখোমুখি হতে হবে।
ইউনাইটেড কর্তৃপক্ষ চেলসি ম্যাচের আগে নির্দেশনা জারি করেছে। যার মধ্যে রেইনবো ডেভিলস নামের একটি ফ্যান গ্রুপকে সতর্ক করেছে। ক্লাবটি গার্নাচোর বিরুদ্ধে যেকোনো আক্রমণাত্মক স্লোগান প্রতিরোধ করার চেষ্টা করেছে বলে জানায়। নির্দেশনা না মানলে পরিণাম সম্পর্কেও সমর্থকদের সতর্ক করেছে ক্লাবটি।
বিবৃতিতে ম্যানচেস্টার ইউনাইটেড বলেছে, ‘এই সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে চেলসি এফসিকে স্বাগত জানাতে প্রস্তুত আমরা। ম্যানচেস্টার ইউনাইটেড এ খেলা আয়োজন করে ওল্ড ট্র্যাফোর্ডকে এমন একটি জায়গা হিসেবে নিশ্চিত করার প্রতিশ্রুতি দিচ্ছে, যেখানে সবাই নিরাপদ, সম্মানিত এবং মূল্যবান বোধ করে।’
‘সাম্প্রতিক বছরগুলিতে চেলসির সাথে ম্যাচগুলিতে ‘ভাড়া ছেলে’ স্লোগানের ব্যবহার সম্পর্কে আমরা অবগত। আমরা একেবারে স্পষ্ট করে বলতে চাই, এই স্লোগানটি আপত্তিকর, অনুপযুক্ত এবং আমাদের স্টেডিয়ামে বা আমাদের খেলার মধ্যে এর কোনও স্থান নেই।’
ইউনাইটেড জানায় যে, ফুটবল অ্যাসোসিয়েশন এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিস উভয়ই এই স্লোগানটিকে ঘৃণামূলক অপরাধ হিসেবে বিবেচনা করে।
আপত্তিকর স্লোগানে অংশ নেয়ার সময় ধরা পড়লে যেকোনো ভক্তকে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হবে। নিষেধাজ্ঞার আদেশ জারি করা বা ফৌজদারি অভিযোগ আনার মতো শাস্তি বিবেচনা করবে।
‘আমরা আমাদের সমর্থকদের প্রতি আহ্বান জানাই যে তারা যেন আমাদের ক্লাবের মূল্যবোধ সমুন্নত রাখেন এবং এমন ভাষা-আচরণ এড়িয়ে যান, যা ক্ষতি বা অপরাধের কারণ হয়। আমরা ভক্তদের এই স্লোগান এবং অন্য যেকোনো বৈষম্যমূলক আচরণকে প্রশ্রয় দেই না, তার পরিবর্তে আবেগকে দলের প্রতি ইতিবাচক সমর্থন মনে করি।’









