গঞ্জালো গার্সিয়ার হ্যাটট্রিকে বড় ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লিগে বছরের প্রথম ম্যাচে জিতে সন্তুষ্ট লস ব্লাঙ্কোসদের কোচ জাভি আলোনসো। বলেছেন, এটি ছিল গার্সিয়ার জন্য স্বপ্নের মতো। ঘরের মাঠে জয় স্বস্তির, বলছেন স্প্যানিয়ার্ড কোচ। গতরাতে রিয়াল বেটিসকে ৫-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের ২০ মিনিটে গার্সিয়ার গোলে এগিয়ে যায় রিয়াল। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে আবারও গোল করেন গার্সিয়া, ব্যবধান দিগুণ হয় লস ব্লাঙ্কোসদের। ৫৬ মিনিটে ৩-০ করেন রাউল আসেনসিও। ৬৬ মিনিটে কুচো হার্নান্দেজের গোলে ব্যবধান কমায় বেটিস। ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ফ্রান গার্সিয়া গোল করলে ৫-১ ব্যবধানে মাঠ ছাড়ে রিয়াল।
ম্যাচ শেষে উচ্ছ্বসিত ছিলেন কোচ জাভি। বলেছেন, ‘গঞ্জালোর জন্য এটি ছিল স্বপ্নের মতো একটি ম্যাচ। বার্নাব্যুতে খেলা আর হ্যাটট্রিক করা, এরচেয়ে ভালো আর কী হতে পারে। সে এখানে গোল করতে চেয়েছিল, আমি ওর জন্য খুবই খুশি। সে প্রতিদিন যেভাবে কাজ করে, খেলার সুযোগ পাক বা না পাক, তা সত্যিই প্রশংসনীয়। মানসিকতা অসাধারণ এবং রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে আসা আদর্শ উদাহরণ। ওকে পারফরম্যান্সের জন্য, হ্যাটট্রিকের জন্য অভিনন্দন জানাই এবং আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেই।’
‘ফুটবল মানেই বল থাকুক বা না থাকুক, দলগত কাজ। ফরোয়ার্ড প্রেসিং শুরু করে, উপরে উঠে ডিফেন্ড করে এবং দলের প্রেসিং নিয়ন্ত্রণ করে। গঞ্জালো বিষয়টি খুব ভালোভাবে বোঝে, আক্রমণাত্মক দ্রুতগতি বাড়াতে পারে, সঠিক সময়ে প্রেস করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গোল করে। গোল করার সক্ষমতার সঙ্গে যদি এই ডিফেন্সিভ ক্ষমতাও যোগ হয়, তাহলে দলের রক্ষণে ভারসাম্য অনেক উন্নত করে।’
‘নতুন বছর শুরু করার জন্য ঘরের মাঠে এটি ছিল সবচেয়ে বড় প্রাপ্য। ঠাণ্ডা মাথায়, ইতিবাচক অনুভূতি নিয়ে সুপার কাপের আগে এভাবে শুরু করা ছিল খুবই জরুরি। লিগের দিক থেকেও এটি একটি মূল্যবান জয়। বার্সেলোনা গতকাল জিতেছে, আমাদেরও অনেক ম্যাচ জিততে হবে। এটি ছিল মৌসুমের প্রথমার্ধের শেষ ম্যাচ, আমরা ৪৫ পয়েন্টে পৌঁছেছি। একই পয়েন্ট দ্বিতীয়ার্ধে পেলে লা লিগায় ৯০ পয়েন্ট হবে। এখন থেকে আমাদের জিততেই হবে। শেষদিকে লিগের গতি থাকে খুবই তীব্র। আমরা পুরোপুরি সুপার কাপের দিকেই মনোযোগ দেব।’
১৯ ম্যাচে ১৬ জয়, একটি ড্র ও দুটি হারে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ১৪ জয়, তিন ড্র ও ২ হার নিয়ে টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, পয়েন্ট ৪৫। ৩৮ পয়েন্ট নিয়ে তিনে ভিয়ারিয়াল ও চারে অ্যাটলেটিকো মাদ্রিদ, ৩৩ পয়েন্টে পাঁচে আছে এস্পানিওল।









