আনুষ্ঠানিক স্বাক্ষরের ৪৮ ঘন্টা পর জুলাই সনদে স্বাক্ষর করেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা মিজানুর রহমান।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও সদস্যদের উপস্থিতিতে জুলাই সনদে স্বাক্ষর করেন তারা।
গণফোরাম জানায়, সংশোধিত জুলাই সনদে ১৯৭১ এর ১০ এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্র বহাল রাখায় গণফোরাম সনদে স্বাক্ষর করেছে।
সংশোধিত জুলাই সনদে স্বাধীনতার ঘোষণাপত্র বহাল রাখায় গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন কমিশনকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন। এসময় কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজও গণফোরামকে ধন্যবান জানান।
তিনি বলেন, সনদে স্বাক্ষর করার মাধ্যমে গনফোরাম ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের সমর্থন রাষ্ট্র সংস্কারে সংবিধান যুগোপযোগী করার কাজ বেগবান হবে। বাকি দলগুলোকেও জুলাই সনদে স্বাক্ষর করার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।









