পহেলা ফাল্গুন আজ। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। রাজধানীসহ সারাদেশে বাসন্তী বসনে, নাচে-গানে চলছে বসন্ত বরণ। সকাল থেকেই নানা প্রস্তুতি নিয়েছে নগরবাসী। বসন্তের ছোঁয়া লেগেছিল চ্যানেল আইয়ের ছাতিম তলায়ও।
বসন্ত মানেই নতুন প্রাণের কলরব। শিমুল রাঙা প্রকৃতিকে স্বাগত জানিয়ে বসন্তের প্রথম দিনে ছিল ‘গানে গানে সকাল শুরু’র বিশেষ আয়োজন। সকাল ৭টা ৩০ মিনিট থেকে সরাসরি এ অনুষ্ঠান সম্প্রচার করেছে চ্যানেল আই।

অনুষ্ঠানে প্রখ্যাত রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানে ঋতুরাজ বসন্তকে বরণ করা হয়েছে। রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে ছিলেন সুরের ধারার শিল্পীরা।

অনুষ্ঠানের শেষে ‘রাঙিয়ে দিয়ে যাও’ গানের তালে নৃত্য পরিবেশন করেন নৃত্যশিল্পীরা। এসময়ে আবির ছড়িয়ে পুরো পরিবেশকে রাঙিয়ে দিয়ে যান তারা। অনুষ্ঠান শেষ হলেও তার রেশ রয়ে যায় সবার মাঝে।







