বর্তমান ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বিশ্বখ্যাত ‘গেম অব থ্রোনস’ সিরিজে ডেভোস সিওয়ার্থ চরিত্রে অভিনয় করা অভিনেতা লিয়াম কানিংহাম।
রবিবার (৩১ আগস্ট) বার্সেলোনায় তিনি নিজের ফোন থেকে এক শিশুর গাওয়া গান শোনান— যে শিশুটি সদ্যই ইসরায়েলি হামলায় নিহত হয়। গান বাজানোর সময় কানিংহ্যামের চোখে জল চলে আসে।
তিনি ক্ষুব্ধ কণ্ঠে রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, “আমরা কী ধরনের মানবিক গর্তে পড়ে গেছি? যেখানে পাঁচ-ছয় বছরের নিষ্পাপ শিশুদের নিজের শেষকৃত্যের আয়োজন করতে হয়?”
৬৪ বছর বয়সী এই আইরিশ অভিনেতা আরও বলেন, “এটি আমাদের বিশ্বের ইতিহাসে এক লজ্জাজনক অধ্যায়।”
বার্সেলোনায় অনুষ্ঠিত এই সমাবেশে গ্রেটা থুনবার্গসহ বহু প্রো-প্যালেস্টাইন কর্মী উপস্থিত ছিলেন। তারা “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা” মিশনের অংশ হিসেবে ৪৪টি দেশের কর্মীদের নিয়ে একাধিক জাহাজে করে গাজা অভিমুখে যাত্রার প্রস্তুতি নেন।
প্রসঙ্গত, চলতি বছরের জুনে ইসরায়েলি নৌবাহিনী আগের ফ্লোটিলা আটক করেছিল, যাতে গ্রেটা থুনবার্গও ছিলেন। ইসরায়েল ওই মিশনকে হামাসের সমর্থনে “প্রচারমূলক নাটক” বলে উল্লেখ করে। এবিএস সিবিএন









