২০০২ সালে মুক্তি প্রাপ্ত ‘ওম জয় জগদীশ’ সিনেমার মধ্য দিয়ে পরিচালনায় অভিষেক করেছিলেন বলিউড অভিনেতা অনুপম খের। যে সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল দর্শকদের মাঝে। পরবর্তী ২০১২ সালে একটি শর্ট ফিল্ম বানিয়েছিলেন তিনি। তবে দীর্ঘ সময় পার করে এবার ‘তানভি: দ্য গ্রেট’ সিনেমার মধ্য দিয়ে পরিচালনায় ফিরছেন তিনি।
গেল মার্চ মাসে নিজের ৬৯ তম জন্মদিনে ‘তানভি: দ্য গ্রেট’ সিনেমাটি পরিচালনা করা ঘোষণা দিয়েছিলেন অনুপম খের। যদিও সেসময় আসন্ন সিনেমাটি নিয়ে অন্য কোন তথ্য দেননি তিনি। তবে এবার জানা গেল, আসন্ন এই সিনেমাতে অভিনেতা কাস্ট করতে চলেছেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত হলিউড অভিনেতা ইয়ান গ্লেনকে।
জানা গেছে, সম্প্রতি মুম্বাইয়ে শুটিং শুরু হয়েছে ‘তানভি: দ্য গ্রেট’ সিনেমাটির। আর সেই শুটিং সেটেই অনুপম খেরের সঙ্গে যোগ দিয়েছেন ইয়ান গ্লেন। যার বেশ কিছু ছবি ইতোমধ্যে নেট মাধ্যমে ভাইরাল।
তবে হলিউড অভিনেতাকে কাস্ট করার বিষয়ে অনুপম খেরের তরফে এখনো কোন ঘোষণা আসেনি। ‘তানভি: দ্য গ্রেট’ ছবিটি অনুপম খের নিজেই তার ব্যানার অনুপম খের স্টুডিওর অধীনে প্রযোজনা করেছেন।- পিঙ্কভিলা









