লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ব্যাটিংয়ে যেন ছন্দই খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। গল টাইটান্সের জার্সিতে আবারও ব্যর্থ সাকিব। তবে বল হাতে একটি উইকেট নিলেও ব্যাটিং ব্যর্থতার দিনে সাকিবদের দল জয় পায়নি। গলের দেয়া ১৩৪ রানের লক্ষ্যে ৭ উইকেটে জয় পায় ডাম্বুলা অরা।
ডাম্বুলার সঙ্গে প্রথম দেখায় সুপার ওভারে জয় পেয়েছিল গল। এবার দ্বিতীয় দেখায় প্রতিশোধ নিল ডাম্বুলা, উঠে গেল পয়েন্ট টেবিলের শীর্ষে। টানা চার হারে টেবিলে সবার শেষে রইল সাকিবের দল। দুটি ম্যাচ হাতে রেখে ৬ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে গল।
আগের দুই ম্যাচের মতোই ব্যাট হাতে ব্যর্থ বিশ্বসেরা অলরাউন্ডার। ডাম্বুলার বিপক্ষে সাকিবের ব্যাট থেকে আসে ১৩ বলে এক চারে ১৩ রান। তাতে দলও বেশিদূর এগোতে পারেনি, ৯ উইকেটে ১৩৩ রানে থামে।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৮৩ রান করেছেন সাকিব। ১২০.২৮ স্ট্রাইক রেটে গড় মাত্র ১৬.৬০। সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছিলেন টাইগার দলপতি। তবে বল হাতে গল টাইটান্সের দ্বিতীয় সেরা বোলার তিনি। ৫ ইনিংসে বল করে ৫ উইকেট শিকার করেছেন। ১০ রান খরচায় ২ উইকেট তার সর্বোচ্চ অর্জন।
টাইটান্সের হয়ে প্রথম ম্যাচে ২৩ রান করেছিলেন বাংলাদেশের পোস্টার বয় সাকিব। বল হাতে ২৫ রান খরচায় পান ১ উইকেট। পরে ক্যান্ডির বিপক্ষে ব্যাট ভাতে ৩০ রান ও বোলিংয়ে ১০ রান খরচায় ২ উইকেট নেন। জাফনা কিংসের বিপক্ষে ৬ রান করলেও বোলিংয়ে ৩১ রানে ২ উইকেট নিয়েছিলেন। পরে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ না পাওয়া সাকিব বল হাতে ৪ ওভারে ৩০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।







