ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার শ্যানন গ্যাব্রিয়েল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের কথা জানিয়েছেন ৩৬ বর্ষী তারকা। ত্রিনিদাদ এন্ড টোবাগোতে জন্ম নেয়া পেসারের ২০১২ সালে অভিষেক হয়েছিল।
ইনস্টাগ্রামে গ্যাব্রিয়েল লিখেছেন, ‘গত ১২ বছর ধরে, ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য নিজেকে উৎসর্গ করেছি। ক্রিকেটের সর্বোচ্চ স্তরে এই খেলাটি আমাকে অপরিমেয় আনন্দ দিয়েছে। তবে, সমস্ত ভালো জিনিসের অবসান হয়। আজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি।’
‘প্রথমত, ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার সময় আমার পরিবার এবং আমি যে অসংখ্য শুভ কামনা, সুযোগ পেয়েছি তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। দ্বিতীয়ত, আমি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রশাসক, কোচ এবং স্টাফ সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। বছরের পর বছর ধরে কঠোর পরিশ্রম এবং যে সমর্থন করেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না।’
‘সবশেষে, আমার সতীর্থ এবং যারা আমার সাথে ছিলেন এবং আমাকে দীর্ঘসময় ধরে সমর্থন করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। সামনে এগিয়ে যাওয়ার জন্য, পরিকল্পনা হল সারাবিশ্বে আমার দেশ (ত্রিনিদাদ এন্ড টোবাগো), ক্লাব এবং ফ্র্যাঞ্চাইজি দলগুলোর প্রতিনিধিত্ব করা।’
গ্যাব্রিয়েল ৫৯ টেস্ট, ২৫ ওয়ানডে এবং দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন, সবমিলিয়ে ২০২ উইকেট নিয়েছেন। সবশেষ ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে নেমেছিলেন। পরে ঘরোয়া ক্রিকেটে ব্যস্ত ছিলেন।









