রাশিয়ার জব্দকৃত সম্পদের মুনাফা ব্যবহার করে ইউক্রেনকে পাঁচ হাজার কোটি ডলার ঋণ দিতে সম্মত হয়েছেন জি-৭ এর নেতারা।
বিবিসি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ১৩ জুন ইতালিতে শুরু হওয়া শিল্পোন্নত সাত দেশের জোট বা জি-৭ এর তিন দিন ব্যাপী শীর্ষ সম্মেলনের প্রথম দিন এই সিদ্ধান্ত হয়। এছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ১০ বছরের দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন।
সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং জি-সেভেনের অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো কিয়েভকে পাঁচ হাজার কোটি ডলার পর্যন্ত ঋণ দিবে যা পরিশোধ করা হবে আটক রাশিয়ার সম্পদের মুনাফা থেকে। জো বাইডেন বলেছেন, এটি রাশিয়ার কাছে আরেকটি বার্তা পাঠাবে যে আমরা পিছিয়ে যাচ্ছি না।
যুক্তরাষ্ট্রের এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ৫ হাজার কোটি ডলার ঋণের যে পরিকল্পনা দিয়েছে তাতে সবাই দিতে রাজি আছে। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য জি-সেভেন সদস্যরা কিয়েভকে ঋণ দিতে সম্মত হয়েছে। ঋণের অর্থ পরিশোধ করা হবে রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে। ইউক্রেন কত দ্রুত এই অর্থ কাজে লাগাতে পারবে তার ওপর নির্ভর করে এই অর্থ চলতি বছরই দেয়া হতে পারে।
এর আগে, যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানগুলোতে জব্দ করা প্রায় ৫০০ কোটি ডলার মূল্যের রুশ সম্পদ আটক করার ব্যাপারে গত এপ্রিল মাসেই জো বাইডেন একটি আইনে স্বাক্ষর করেন। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি জি-৭ দেশগুলো রাশিয়ার প্রায় ৩২৫ বিলিয়ন মূল্যের সম্পদ জব্দ করেছে।









