জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল সানসিল্ক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের ১৮তম আসর। রাজধানীর সেরাটন হোটেলে বুধবার রাতে তারকা খচিত আয়োজনে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পর্দা নামে।
ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বার্তা প্রধান শাইখ সিরাজসহ ইউনিলিভার ও সানসিল্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড গ্রহণ করতে একে একে হাজির হয়েছিলেন দেশীয় সংগীতের উজ্জ্বল নক্ষত্ররা।এবারের আসরে পুরস্কার পেয়েছেন দেশের নামী গীতিকার সুরকার সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ও সংগীত সংশ্লিষ্টরা।
আজীবন সম্মাননা পেয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম। অন্যান্য ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ মিউজিক ভিডিওর জন্য পুরস্কার অর্জন করেন: তানিম রহমান অংশু ও আনিকা, ইয়ামিন ইলান এবং অনিমা রায়।
বিষয়ভিত্তিক গানে ভালোবাসা দিবসের গান ‘বাজছে প্রেম আবার’ গানটির জন্য শ্রভ্র দেবকে অ্যাওয়ার্ড দেয়া হয়।
জুরি ও আয়োজকদের বিবেচনায় আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন মাহমুদ মুরাদ এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানি হয়েছে সাউন্ডটেক।
শ্রেষ্ঠ ব্যান্ড হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে চিরকুট। হে গানটির জন্য সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে সৈয়দ আরিফ আল হক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেছেন এবং অভিমানী ছাতা গানের জন্য শ্রেষ্ঠ নবাগত শিল্পী হয়েছেন হুমাইরা ঈশিকা।
এছাড়া ছায়াছবির গানে সেরা শিল্পী ইমন চৌধুরী, আতিয়া আনিসা (পাপ পূণ্য)। যৌথভাবে পুরস্কার পেয়েছেন চন্দন সিনহা।
পায়ের ছাপ সিনেমা জন্য সেরা ছায়াছবির সুরকার নির্বাচিত হয়েছেন ফুয়াদ নাসের বাবু। সেরা গীতিকার রাসেল মাহমুদ, যিনি ‘দামাল’ ছবির টাইটেল গানটি লেখেন।
এছাড়া লোকগানে ঐশী, দ্বৈত ও আধুনিক গানে আসিফ-লোপা, নজরুল সংগীতে খায়রুল আলম শাকিল, উচ্চাঙ্গ সংগীতে কণ্ঠে সুপ্রিয়া দাস এবং যন্ত্রে সোহিনী মজুমদার ও সুব্রত বিশ্বাসকে পুরস্কার দেয়া হয়েছে।
রবীন্দ্র সংগীতে বুলবুল ইসলাম, শ্রেষ্ঠ শিল্পী আধুনিক গানের শিল্পী হিসেবে রুনা লায়লাকে প্রদান করা হয়েছে এবারের মিউজিক অ্যাওয়ার্ড।
আধুনিক গানের শ্রেষ্ঠ সুরকার হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন তাপস ও ফাহমিদা নবী। আধুনিক গানের শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন জয় শাহরিয়ার।
অ্যাওয়ার্ড গ্রহণ শেষে সংগীত সংশ্লিষ্টরা জানান, এশিয়ার অন্যতম সম্মানজনক সংগীতের এই অ্যাওয়ার্ড গ্রহণ করে তারা আগামীর পথচলায় আরো বেশি অনুপ্রেরণা পেয়েছেন।
জানা যায়, চ্যানেল আই মিউজিকিক অ্যাওয়ার্ডের এই অনুষ্ঠানটি আগামী ডিসেম্বরে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে।







