টিউলিপ তিনটি মামলায় অভিযুক্ত জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বলেছেন, টিউলিপ সিদ্দিক দুদকের কাছে পলাতক আসামি। তার দুর্নীতির বিষয়ে আইনিভাবে এগোচ্ছে দুদক।
সোমবার (১৬ জুন) সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
এসময় পাচার হওয়া টাকা ফেরত আনা সহজ কাজ নয় বলেও মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান। তিনি বলেছেন, টাকা ফেরত আনতে দুই দেশের আদালতেরই আদেশ লাগবে।
এছাড়াও দুদক চেয়ারম্যান বলেন, জেনারেশন নেক্সট এর মালিক তৌহিদুল ইসলাম ও তার স্ত্রী যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনিম এর বিরুদ্ধে দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগের তদন্ত চলছে।









