সৌদি আরবে অপরিশোধিত জ্বালানি তেলের বিক্রি আগের তুলনায় বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক দেশটির জ্বালানি তেলের রপ্তানি ১ শতাংশ বেড়ে দৈনিক ৭৫ লাখ ২০ হাজার ব্যারেলে গিয়ে পৌঁছেছে।
এই বছর ফেব্রুয়ারিতে এর পরিমাণ ছিল ৭৪ লাখ ৬০ হাজার ব্যারেল। বর্তমানে দেশটিতে অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ব্যারেলে গিয়ে দাঁড়িয়েছে।
সৌদি ভিত্তিক তেল রপ্তানিকারক সংস্থা আগামী জুনে এশিয়ায় সরবরাহ করার জন্য লোড করা কার্গোয় সব ধরণের গ্রেডের অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমিয়ে দিচ্ছে। যার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের রপ্তানি আগের তুলনায় বেড়েছে।








