নিউ ইয়র্ক থেকে প্রচারিত জনপ্রিয় প্রবাসী গণমাধ্যম ঠিকানা টিভি এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছে দর্শকদের সামনে। তাদের নতুন আয়োজনের নাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’। যেখানে নিয়মিত সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা জায়েদ খান-কে।
একেবারেই ব্যতিক্রমী ধাঁচের এই টক শো-টি প্রতি শুক্রবার রাতে (বাংলাদেশ সময়) সম্প্রচারিত হবে শুধুমাত্র ঠিকানা টিভিতে। এতে থাকছে তারকাদের গভীর ও অন্তরঙ্গ আলাপচারিতা, প্রবাস জীবনের নানা জানা-অজানা গল্প, নতুন প্রজন্মের উদ্ভাবনী ভাবনা, সমাজ বাস্তবতার আলোচনাসহ আরও অনেক কিছু।
ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন জানিয়েছেন, “এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার একটি সাহসী প্রচেষ্টা। আমরা গর্বিত যে জায়েদ খান আমাদের এই যাত্রায় সঙ্গী হয়েছেন।”
শুধু শোয়ের উপস্থাপক হিসেবেই নয়, জায়েদ খান সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রবাসজীবনে নিজেকে আরও সক্রিয়ভাবে জড়িয়েছেন। বেশ কিছুদিন ধরে তিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং যুক্ত হয়েছেন ঠিকানা’র সঙ্গে। প্রবাসী কমিউনিটির সঙ্গেও সরাসরি যুক্ত হয়ে বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় অংশ নিচ্ছেন লাইভ শো ও সরাসরি আড্ডায়।
শো সম্পর্কে নিজের অনুভূতি জানাতে গিয়ে জায়েদ খান বলেন, “এটা আমার জন্য এক নতুন যাত্রা। আমি এমন একটি অনুষ্ঠান উপহার দিতে চাই, যেখানে আমাদের গল্পগুলো উঠে আসবে—বাস্তব, অনুপ্রেরণাদায়ক এবং চেতনাকে নাড়া দেওয়ার মতো।”
সংশ্লিষ্টরা বলছেন, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শুধুমাত্র বিনোদন নয়—এটি হতে যাচ্ছে প্রবাস ও স্বদেশের মাঝে একটি সংযোগস্থল, যেখানে ব্যক্তিগত অভিজ্ঞতা, সংস্কৃতি এবং সম্ভাবনার গল্পগুলো উঠে আসবে এক আন্তরিক পরিবেশে।
ঠিকানা কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শোয়ের প্রথম পর্ব প্রচারিত হবে ৪ জুলাই রাতে।









