কোপা আমেরিকা শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল। মেক্সিকোর বিপক্ষে প্রথমটিতে রোমাঞ্চকর জয় পেয়েছে সেলেসাও দলটি। শেষদিকে ভিনিসিয়াস জুনিয়রের সহায়তায় এন্ড্রিকের দারুণ এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ডোরিভাল জুনিয়রের দল।
টি-টুয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের টেক্সাসে হয়েছে ব্রাজিল-মেক্সিকোর প্রীতি ম্যাচ। কাইল ফিল্ড স্টেডিয়ামে রোববার মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।
ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যে এগিয়ে যায় ব্রাজিল। ২৫ বর্ষী ফরোয়ার্ড স্যাভিওর বাড়ানো বল মেক্সিকোর জালে পাঠান আন্দ্রেয়াস পেরেইরা। ১-০তে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। বিরতির আগে অবশ্য দুদলের কেউই আর জালের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করে সেলেসাওবাহিনী। ইয়ান কুটোর সহায়তায় দ্বিতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। দুই গোলে পিছিয়ে পড়ে হাল ছাড়েনি মেক্সিকো। ৭৩ মিনিটে ব্যবধান কমান মেক্সিকো ফরোয়ার্ড জুলিয়ান কুইনোনস।
ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ব্রাজিল এগিয়ে ২-১ গোলে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গুইলের্মো মার্টিনেজের গোলে মেক্সিকো সমতায় ফিরলে ড্রয়ের পথে এগোচ্ছিল ম্যাচ।
ব্রাজিল যখন জয়বঞ্চিত হওয়ার আশঙ্কায়, তখনই জাদু দেখায় ভিনিসিয়াস-এন্ড্রিক জুটি। শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে ভিনিসিয়াসের সহায়তায় জয়সূচক গোলটি করেন এন্ড্রিক।
আগামী বৃহস্পতিবার ব্রাজিল দ্বিতীয় প্রীতি ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামবে। বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে মাঠের লড়াই।









