Site icon চ্যানেল আই অনলাইন

নাদালের রেকর্ড ভেঙে কোয়ার্টারে জোকোভিচ

ছেলেদের এককে রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পথে এগিয়ে চলেছেন নোভাক জোকোভিচ। পেরুর জুয়ান পাবলো ভ্যারিলাসকে ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সার্বিয়ান তারকা।

রোলাঁ গারোঁতে রোববার চতুর্থ রাউন্ডের ম্যাচে জয়ের পর রেকর্ড ১৭তম বারের মতো ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন ৩৬ বর্ষী জোকার। ইনজুরির কারণে ফ্রেঞ্চ ওপেনে খেলতে না পারা রাফায়েল নাদালকে টপকে র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা তারকা এ নজির গড়লেন।

আরেক খেলায় ইতালির লরেঞ্জো সোনেগোকে হারিয়ে শেষ আটের টিকিট কেটেছেন রাশিয়ার কারেন খাচানোভ। কোয়ার্টারে তার প্রতিপক্ষ জোকোভিচ।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কার্লোস আলকারাজ ইতালির লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে ৬-৩, ৬-২, ৬-২ ব্যবধানে জিতে শেষ আটে পা রেখেছেন। একইসঙ্গে অস্ট্রিয়ার সেবাস্তিয়ান অফনেরকে ৭-৫, ৬-৩, ৬-০ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডের টিকিট কেটেছেন র‍্যাঙ্কিংয়ের পাঁচ নম্বরে থাকা গ্রিকম্যান স্টেফানো সিটসিপাস।

কোয়ার্টারে জিতলে সেমিফাইনালে মুখোমুখি হবেন জোকোভিচ ও আলকারাজ। অর্থাৎ ফাইনালের আগেই অন্তত একজন বড় তারকার বিদায় দেখবে ফ্রেঞ্চ ওপেন।

মেয়েদের এককে যুক্তরাষ্ট্রের স্লোয়ান স্টিফেনসকে হারিয়ে শেষ আটে খেলার ছাড়পত্র পান র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা বেলারুশের আরিনা সাবালেঙ্কা। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী তারকা প্রথম সেটে টাইব্রেকারে ৭-৬ (৭-৫) ব্যবধানে জেতেন। দ্বিতীয় সেটে ৬-৪ ব্যবধানে জিতে যান ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি জয়ের অপেক্ষায় থাকা ২৫ বর্ষী খেলোয়াড়।

গত অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন এলিনা সুইতোলিনা চমক দেখিয়েই চলেছেন। জানুয়ারিতে অনুশীলনে ফেরা ইউক্রেনের খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে ৭-৪ ও ৭-৬ (৭-৫) ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

Exit mobile version