প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে উপস্থিত হয়েছিলেন ফরাসি সরকারের মন্ত্রী মারলেন শিপ্পা, তারপর থেকে নিজ দলের সদস্যদের সমালোচনার মুখে পড়েছেন তিনি।
সিএনএন জানিয়েছে, মারলেন শিপ্পা ২০১৭ সাল থেকে ফ্রান্সের সামাজিক অর্থনীতি এবং ফরাসি অ্যাসোসিয়েশনের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য সাদা পোশাক পরে পোজ দিয়েছেন তিনি। একই ম্যাগাজিনে ১২ পৃষ্ঠার একটি সাক্ষাৎকারে তিনি নারী ও এলজিবিটিদের অধিকার নিয়ে কথা বলেন।
তার এই উপস্থিতির কারণে ফরাসি প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নসহ অন্যান্য রাজনৈতিক সহকর্মীরা সমালোচনা করেছেন। মারলেন শিপ্পা দীর্ঘদিন ধরে নারী অধিকার নিয়ে কাজ করছিলেন।
২০১৭ সালে দেশের প্রথম জেন্ডার ইকুয়ালিটি মিনিস্টার হিসাবে নিযুক্ত হন৷ এই ভূমিকায় আসার পর তিনি সফলভাবে পুরুষদের জন্য অন দ্য স্পট জরিমানা গ্রহণ সংক্রান্ত একটি নতুন যৌন হয়রানি আইনের নেতৃত্ব দেন৷
ব্যাপক জনগণের বিরোধিতা সত্ত্বেও ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর বিতর্কিত পেনশন সংস্কার আইন জারি করার পদক্ষেপের ফলে ফ্রান্স বর্তমানে রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে রয়েছে। দেশের এই অবস্থায় মারলেন শিপ্পার এমন পদক্ষেপ দেশজুড়ে সমালচনা ও বিতর্কের সৃষ্টি করেছে।
এই বিষয়ে শিপ্পা গত শনিবার একটি টুইটে তার সমালোচকদের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “মহিলাদের সবসময় সবখানে তাদের শরীর নিয়ন্ত্রণ করার অধিকার আছে। নিন্দুক এবং ভন্ডদের প্রতি যথাযথ সম্মানের সাথে জানাচ্ছি, ফ্রান্সে নারীরা স্বাধীন।”








