সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ এমন দেশে বাস করেন যেখানে স্বাধীনভাবে মত প্রকাশ সংকটাপন্ন।
ভয়েস অফ আমেরিকা জানিয়েছে, আর্টিকেল নাইন্টিনের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সামগ্রিকভাবে বিশ্বের প্রায় ৪২০ কোটি লোক অর্থাৎ বিশ্বের মোট জনসংখ্যার ৫৩% মানুষ এমন সব দেশে বাস করেন যেখানে মত প্রকাশের স্বাধীনতা সংকটের মুখে পড়েছে। আর মাত্র এক পঞ্চমাংশের একটু বেশি বা ২৩% মানুষ এমন দেশে বসবাস করেন যেগুলোকে মুক্ত বা যেখানে বিধিনিষেধ কম বলে মনে করা হয়।
গত বছর আর্টিকেল নাইন্টিনের প্রতিবেদনে বলা হয়েছিল, বিশ্বের জনসংখ্যার ৩৪ শতাংশ সেই সব দেশে বাস করেন যেখানে মত প্রকাশ সংকটের মুখোমুখি ছিল।
প্রতিবেদনে সংস্থাটি যেসকল বিষয় মূল্যায়ন করেছে তার মধ্যে রয়েছে, সংবাদমাধ্যম, ধর্ম এবং শিক্ষাক্ষেত্রের স্বাধীনতা। তারা তারপর দেশ এবং অঞ্চলগুলোকে মুক্ত, অল্প বিধিনিষেধ সম্পন্ন, কঠোর বিধিনিষেধ সম্পন্ন এবং সংকটাপন্ন এই চার ভাগে ভাগ করেছে।
আর্টিকেল নাইন্টিনের নির্বাহী পরিচালক কুইন ম্যাককিউ বলেন, অর্ধেক পৃথিবীতে এই পরিস্থিতি অনেক খারাপ। এই শতকের যে কোন সময়ের তুলনায় বর্তমানে অনেক বেশি লোক বাস করছেন সেই সব জায়গায় যেখানে মত প্রকাশ সংকটের মধ্যে আছে। ম্যককিউ বলেন, এটি খুব চ্যালেঞ্জিং কারণ আমরা জানি সত্য ও মুক্ত গণতন্ত্রের পূর্বশর্ত হলো মত প্রকাশের স্বাধীনতা।









