বিশ্বের সেরা সব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল এখন বাংলাদেশী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতের মুঠোয়, তাও আবার কোনো খরচ ছাড়াই! জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম পারপ্লেক্সিটি তাদের ‘প্রো’ সাবস্ক্রিপশনটি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য পুরো এক বছরের জন্য বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিচ্ছে।
পারপ্লেক্সিটি প্রো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে ওপেনএআই-এর জিপিটি-৫, অ্যানথ্রোপিক-এর ক্লড, গুগল-এর জেমিনি প্রো এবং এক্সএআই-এর গ্রোক-এর মতো বিশ্বের সবচেয়ে উন্নত এআই মডেলগুলো একসাথে পাওয়া যায়। সাধারণত এই সেবাগুলো ব্যবহার করতে মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হলেও, শিক্ষার্থী ও শিক্ষকরা এখন এটি বিনামূল্যে পাবেন।
কারা এই সুবিধা পাবেন?
যেকোনো বাংলাদেশী শিক্ষার্থী বা শিক্ষক, যার একটি বৈধ প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি আছে, তিনি এই অফারের জন্য যোগ্য। উদাহরণস্বরূপ, [email protected] অথবা [email protected] এর মতো প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি ব্যবহার করে এটি ভেরিফাই করা যাবে।
কীভাবে বিনামূল্যে সাবস্ক্রিপশন পাবেন?
১. প্রদত্ত লিঙ্কে প্রবেশ করুন।
২. আপনার অ্যাকাডেমিক ইমেইল (@edu বা বিশ্ববিদ্যালয়ের ডোমেইন যুক্ত) ব্যবহার করে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করুন।
৩. ইমেইল ভেরিফিকেশনের মাধ্যমে আপনার পরিচয় নিশ্চিত করুন।
পার্সোনাল ইমেইল দিয়ে সাইন আপ করে পরবর্তীতে স্টুডেন্ট ইমেইল দিয়েও ভেরিফাই করে নিতে পারবেন।
সফলভাবে ভেরিফিকেশন হয়ে গেলেই আপনার অ্যাকাউন্টে এক বছরের জন্য পারপ্লেক্সিটি প্রো সক্রিয় হয়ে যাবে।
শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এর সুবিধা কী?
শিক্ষার্থীদের জন্য গবেষণা, অ্যাসাইনমেন্ট তৈরি, প্রোগ্রামিং ও জটিল বিষয় বোঝা এবং শিক্ষকদের জন্য পাঠ পরিকল্পনা তৈরি, লেকচার নোট প্রস্তুত ও গবেষণার কাজে এই প্ল্যাটফর্মটি দারুণ সহায়ক হবে। বিভিন্ন মডেলের অ্যাক্সেস থাকায় যেকোনো জিজ্ঞাসার সবচেয়ে সেরা উত্তর পাওয়া সম্ভব।
এই অসাধারণ সুযোগটি গ্রহণ করতে নিচের লিঙ্কে ক্লিক করুন











