অস্কারজয়ী কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা বর্তমানে ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পূর্বনির্ধারিত একটি চিকিৎসা প্রক্রিয়ার জন্য হাসপাতালে নেওয়া হয় ৮৫ বছর বয়সী এই নির্মাতাকে।
ইতালীয় সংবাদমাধ্যম রিপাব্লিকা জানায়, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কপোলা ‘অ্যাট্রিয়াল ফিব্রিলেশন’—অর্থাৎ অনিয়মিত হৃদস্পন্দনজনিত সমস্যায় ভুগছিলেন।
কপোলার ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন সাময়িকী রোলিং স্টোন–কে জানায়, “মি. কপোলা তার দীর্ঘদিনের চিকিৎসক ড. আন্দ্রেয়া নাটালের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন ভালো আছেন এবং বিশ্রাম নিচ্ছেন। সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি সবার উদ্বেগ ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”
জানা গেছে, তিনি বর্তমানে ইতালিতে নিজের পরবর্তী চলচ্চিত্রের জন্য শুটিং লোকেশন খুঁজছিলেন। পাশাপাশি স্থানীয় একটি চলচ্চিত্র উৎসবে নিজের বহুল আলোচিত ও সদ্য নির্মিত সিনেমা ‘মেগালোপলিস’-এর একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নেন৷
বিশ্ব সিনেমার ইতিহাসে ‘গডফাদার’ ট্রিলজি, ‘অ্যাপোক্যালিপস নাউ’, ও ‘দ্য কনভারসেশন’-এর মতো কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। তার ঝুলিতে রয়েছে পাঁচটি একাডেমি অ্যাওয়ার্ড, যার মধ্যে ‘দ্য গডফাদার: পার্ট ২’-এর জন্যই তিনটি অস্কার অর্জন করেছেন তিনি।
চলচ্চিত্রের সঙ্গে যুক্ত তার পরিবারের অন্য সদস্যরাও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কন্যা সোফিয়া কপোলা ‘লস্ট ইন ট্রান্সলেশন’-এর জন্য অস্কারজয়ী চিত্রনাট্যকার ও পরিচালক। পুত্র রোমান কপোলা ও নাতনি রোমি মার্সও চলচ্চিত্র ও সংগীত অঙ্গনে সক্রিয়।
২০২৩ সালে কপোলার স্ত্রী এলেনর কপোলা মৃত্যুবরণ করেন। তারা ১৯৬৩ সাল থেকে একসঙ্গে ছিলেন। পিওপল.কম









