বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্রান্স চায় বাংলাদেশে দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচন নিয়ে তারা জোর দিয়েছে। তারা দ্রুত নির্বাচন চান।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষও ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে। যারা নির্বাচন পেছাতে চায় তারা গণতন্ত্রের শত্রু। গণতন্ত্র ফিরিয়ে দিতে সারা পৃথিবীর মানুষ বাংলাদেশে নির্বাচন চায়।
তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে কথা হয়েছে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে কথাও হয়েছে। শেখ হাসিনার বিচারের রায় এবং তা ঘিরে চলমান অস্থিরতা আগামী নির্বাচন অনুষ্ঠানে কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
আমীর খসরু বলেন, দেশে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, এসবের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের নির্বাচনের পটভূমি ঘোলাটে করার জন্য এসব করা হচ্ছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তাদের কর্মকাণ্ডে নির্বাচন বন্ধ হবে না।
তিনি বলেন, দুই-চারটা ঘটনার সঙ্গে নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যারা অপচেষ্টা করবে, তারা নির্বাচন চায় না। তিনি আরও বলেন, আমরা ঐকমত্যে যা সই করেছি, তা জাতীয় সংসদেও প্রতিফলিত হবে।









