আসরে খুব একটা ছন্দে নেই ফ্রান্স। শক্তিমত্তা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে এপর্যন্ত ইউরোতে টিকে আছে তারা। ফাইনালের মঞ্চে ওঠার মাত্র একটি সিঁড়ি বাকি কাইলিয়ান এমবাপেদের। সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দারুণ ছন্দে থাকা স্পেনের।
চলতি আসরে এপর্যন্ত মাত্র তিনটি গোলের দেখা পেয়েছে ফ্রান্স। তিন গোলের একটি পেনাল্টি থেকে এবং আরেকটি এসেছে প্রতিপক্ষের নিজেদের জালে বল জড়ানো থেকে। নকআউটে বেলজিয়ামের ডিফেন্ডার ভেনটনগেন নিজেদের জালে বল জড়ান। কোয়ার্টারে পর্তুগালের বিপক্ষেও গোলের দেখা পায়নি দলটি।
গ্রুপপর্বে কিছুটা হতাশই করেছে ফ্রান্স। অস্ট্রিয়াকে হারাতে পারলেও নেদারল্যান্ডস ও পোল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে শেষ ষোলোয় ওঠে এমবাপে বাহিনী। সেরা ষোলোতে শক্তিশালী বেলজিয়ামকে বিদায় করে ওঠে কোয়ার্টারে। কোয়ার্টারে পর্তুগালের বিপক্ষে গোলশূন্য সমতার পর টাইব্রেকারে ক্রিস্টিয়ানো রোনালদোদের হারায় ৫-৩ ব্যবধানে।
সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ছন্দে ফিরতে চাইবে দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। ৭০ হাজার দর্শক ধারণ ক্ষমতার আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু মাঠের লড়াই। এমবাপে ও কোলো মুয়ানিতে আস্থা রাখবেন কোচ দিদিয়ের দেশম। এক নজরে দেখে নেয়া যাক ফ্রান্সের শুরুর একাদশ কেমন হতে পারে।
ফ্রান্সের সম্ভাব্য একাদশ: মাইক ম্যাগনান, থিও হের্নান্দেজ, উইলিয়াম সালিবা, ডাওট উপামেকানো, হুলেস কৌন্ডে, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়া শুয়ামেনি, এনগোলো কান্তে, কাইলিয়ান এমবাপে, রান্ডাল কোলো মুয়ানি ও উসমানে ডেম্বেলে।









