আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় গড়াতে চলেছে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপ। শুক্রবার রাতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রুপপর্বের ড্র। একদিন পর শনিবার সূচি প্রকাশ করেছে ফিফা। দেখে নিন ইউরোপিয়ান চার পরাশক্তি ফ্রান্স-জার্মানি-স্পেন ও ইংল্যান্ডের সূচি।
আসন্ন আসরে ‘ই’ গ্রুপে খেলবে জার্মানি। প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইকুয়েডর, আইভরি কোস্ট ও প্রথমবার বিশ্বমঞ্চের টিকিট কাটা দেড় লাখ মানুষের ছোট দেশ কুরাসাওকে। আসরে প্রথম ম্যাচে জার্মানি মুখোমুখি হবে কুরাসাওর বিপক্ষে।
‘এইচ’ গ্রুপে স্পেন- প্রতিপক্ষ উরুগুয়ে, সৌদি আরব ও কেপ ভার্দে। লামিন ইয়ামালরা প্রথম ম্যাচ খেলবে কেপ ভার্দের বিপক্ষে।
‘আই’ গ্রুপে ফ্রান্স প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নরওয়ে, সেনেগাল ও ফিফা মহাদেশীয় প্লে অফ টুর্নামেন্ট-২ থেকে আসা দল। ফিফা মহাদেশীয় প্লে অফ খেলে ইরাক, বলিভিয়া ও সুরিনামের মধ্যে কোনো একটি দল গ্রুপটিতে জায়গা করবে। গত আসরের রানার্সআপ দলটি প্রথম ম্যাচে মুখোমুখি হবে সেনেগালের।
‘এল’ গ্রুপে খেলবে ইংল্যান্ড। কেন হ্যারিকেনের দল গ্রুপপর্বে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে শক্তিশালী ক্রোয়েশিয়া, পানামা ও ঘানাকে। প্রথম ম্যাচে ইংলিশরা লড়বে ক্রোয়েশিয়ার বিপক্ষে।
একনজরে জার্মানি, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ডের সূচি (যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী)
জার্মানি
১৪ জুন: জার্মানি-কুরাসাও, হিউস্টন (দুপুর ১টা)
২০ জুন: জার্মানি-আইভরি কোস্ট, টরেন্টো (বিকেল ৪টা)
২৫ জুন: জার্মানি-ইকুয়েডর, নিউ জার্সি (বিকেল চারটা।
স্পেন
১৫ জুন: স্পেন-কেপ ভার্দে, আটলান্টা (দুপুর ১২টা)
২১ জুন: স্পেন-সৌদি আরব, আটলান্টা (দুপুর ১২টা)
২৬ জুন: স্পেন-উরুগুয়ে, এস্তাদিও গুয়াদালাজারা, মেক্সিকো (রাত ৮টা)
ফ্রান্স
১৬ জুন: ফ্রান্স-সেনেগাল, নিউ জার্সি (বিকেল ৩টা)
২২ জুন: ফ্রান্স-ইরাক/বলিভিয়া/সুরিনাম, ফিলাডেলফিয়া (বিকেল ৫টা)
২৬ জুন: ফ্রান্স-নরওয়ে, বোস্টন (বিকেল ৩টা)
ইংল্যান্ড
১৭ জুন: ইংল্যান্ড-ক্রোয়েশিয়া, ডালাস (বিকেল ৪টা)
২৩ জুন: ইংল্যান্ড-ঘানা, বোস্টন (বিকেল ৪টা)
২৭ জুন: ইংল্যান্ড-পানামা, নিউ জার্সি (বিকেল ৫টা)









