আগামী জুনে জার্মানিতে গড়াতে চলা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের জন্য প্রাথমিক দল দিয়েছে ফ্রান্স। দিদিয়ের দেশমের দলে ফিরেছেন প্রায় দুবছর জাতীয় দলের বাইরে থাকা এনগোলে কান্তে ও ফেরল্যান্ড মেন্ডি।
ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী দলে ছিলেন কান্তে। চোটে কাতার বিশ্বকাপসহ দুবছরের বেশি জাতীয় দল জার্সিতে নামা হয়নি এ মিডফিল্ডারের। ক্লাব ক্যারিয়ারেও বড় পরিবর্তন হয়েছে ৩৩ বর্ষীর। গতবছর ইউরোপ ছেড়ে পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে। কান্তের সঙ্গে ফিরেছেন ফেরল্যান্ড মেন্ডি। ফ্রান্সের হয়ে দুবছর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি রিয়াল মাদ্রিদের লেফটব্যাকও।
ইউরোর জন্য ২৫ সদস্যের প্রাথমিক দল দিয়েছে ফ্রান্স। কাইলিয়ান এমবাপে, উসমানে ডেম্বেলে, অলিভিয়ের জিরুদ ও অ্যান্টনিও গ্রিজম্যানদের নিয়েই গড়া হয়েছে সর্বশেষ দুই বিশ্বকাপের ফাইনালিস্ট দলটি।
আগামী ১৪ জুন গড়াবে ২০২৪ ইউরো। ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ফ্রান্সের যাত্রা। গ্রুপ ‘ডি’তে ফরাসিদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ও পোল্যান্ড।
ফ্রান্সের ইউরো দল
গোলরক্ষক: আলফনসে আরেওলা, মাইক ম্যাগনান, ব্রাইস সাম্বা।
ডিফেন্ডার: হুলেস কৌন্ডে, জোনাথন ক্লস, বেঞ্জামিন পাভার্ড, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, ডাওট উপামেকানো, থিও হের্নান্দেজ, ফেরল্যান্ড মেন্ডি।
মিডফিল্ডার: এডুয়ার্ডো কামাভিঙ্গা, ইউসুফ ফোফানা, অ্যাদ্রিয়েন রাবিওত, ওয়ারেন জাইরি-এমেরি, অরেলিয়া শুয়ামেনি, অ্যান্টনিও গ্রিজম্যান, এনগোলে কান্তে।
ফরোয়ার্ড: ব্র্যাডলি বারকোলা, উসমানে ডেম্বেলে, কিংসলে কোম্যান, অলিভিয়ের জিরুদ, রান্ডাল কোলো মুয়ানি, কাইলিয়ান এমবাপে ও মার্কাস থুরাম।
কোচ: দিদিয়ের দেশম।









