খান মোহাম্মদ জহুরুল হক: রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তার প্রতিপক্ষরা । নিহত তানভীর শেখ বিনোদপুর এলাকার বাবু সিকদারের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (১২ নভেম্বর) রাত ১০ টার সময় রাজবাড়ী শহরের ৩নং ওয়ার্ড বিনোদপুর সার্বজনীন মন্দিরের পাশে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে তানভীর বাড়ির নিকটে একটি মুদি দোকানে গেলে সেখান থেকে তার প্রতিপক্ষের লোকজন ডেকে পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে । ফরিদপুর নেওয়ার পথে তার মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, রাত ১০টার দিকে জানতে পেরেছি তানভীর শেখ (২২) নামে এক যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। পরবর্তীতে ফরিদপুরে সে মারা গেছে বলে শোনা যাচ্ছে। এই ঘটনার রহস্য উদঘাটন নিয়ে পুলিশ ইতোমধ্যেই কাজ শুরু করেছে। একাধিক টিম মাঠে আছে। এটি নিয়ে আইন-শৃঙ্খলা যাতে কোনভাবেই অবনতি না ঘটে সেদিকে সতর্ক আছে পুলিশ।
ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে।









