রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরখাস্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই রাশিয়ার সাবেক পরিবহন মন্ত্রী রোমান স্তারোভয়োৎ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। সোমবার মস্কোর উপশহর এলাকা ওদিনৎসোভোতে একটি গাড়ি থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাকে।
সোমবার (৭ জুলাই) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পুতিন সোমবার (৭ জুলাই) সকালে একটি ডিক্রি জারি করে স্তারোভয়োতকে বরখাস্ত করেন। ক্রেমলিনের সরকারি ওয়েবসাইটে তার বরখাস্তের ঘোষণা প্রকাশিত হয়। তার ডেপুটি আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ গণমাধ্যমকে বলেন, আস্থার অভাব থেকে এটি হয়েছে, এমন নয়। তবে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।
রাশিয়ার তদন্ত কমিটি জানায়, মস্কোর উপশহর ওদিনৎসোভোতে একটি গাড়ির ভেতরে স্তারোভয়োতের মরদেহ পাওয়া গেছে। তার শরীরে গুলির ক্ষত ছিল। কমিটি জানিয়েছে, তার মৃত্যুর ঘটনা তদন্তাধীন, তবে প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
২০২৪ সালের মে মাসে মন্ত্রী হওয়ার আগে স্তারোভয়োৎ দক্ষিণ রাশিয়ার কুরস্ক অঞ্চলের গভর্নর ছিলেন। যদিও তিনি ইউক্রেনের হঠাৎ হামলার আগেই পদত্যাগ করেছিলেন, তবুও ওই অঞ্চলের নিরাপত্তা ঘাটতির জন্য আংশিকভাবে তাকেই দায়ী করা হচ্ছিল।
রাশিয়ার বিভিন্ন গণমাধ্যমে সোমবার জানানো হয়েছে, কুরস্ক অঞ্চলে প্রতিরক্ষা দুর্গ নির্মাণের জন্য বরাদ্দকৃত তহবিলের দুর্নীতির মামলায় স্তারোভয়োতের বিরুদ্ধে তদন্ত চলছিল। রাশিয়ান সংবাদপত্র কমার্স্যান্ট জানিয়েছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং তিনি স্টারোভয়োৎ গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছেন। এই একই মামলায় স্তারোভয়োতের সাবেক ডেপুটি, আলেক্সেই স্মিরনভ, এপ্রিল মাসে গ্রেপ্তার হন।
সোমবার পরিবহন মন্ত্রণালয়ের আরেকজন কর্মকর্তা, ৪২ বছর বয়সী আন্দ্রে কর্নেইচুক, মৃত্যুবরণ করেন। তিনি ফেডারেল এজেন্সি ফর রেল ট্রান্সপোর্টে কর্মরত ছিলেন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের জানিয়েছে, কর্নেইচুক তার কর্মস্থলে মৃত্যুবরণ করেন এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর কারণ ছিল “তীব্র হৃদযন্ত্রের ব্যর্থতা।” তবে এই দুটি মৃত্যুর মধ্যে কোনো সংযোগের প্রমাণ এখনো পাওয়া যায়নি।









