সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে জেলার শান্তিগঞ্জের হিজলবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর এম এ মান্নানকে আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে।
গত ৪ আগস্টে ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার সময় গুলিবিদ্ধ হন জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। এ ঘটনায় তার ভাই হাফিজ আহমদ ২ সেপ্টেম্বর এম এ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এম এ মান্নান ২০০৮ সালে প্রথম নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে জয় লাভ করেন।








